Ajker Patrika

কুয়াশায় মোটরসাইকেল বাঁচাতে উল্টে গেল ট্রাক, চালক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২: ৪১
কুয়াশায় মোটরসাইকেল বাঁচাতে উল্টে গেল ট্রাক, চালক নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে ঘন কুয়াশায় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ধানের তুষবাহী একটি ট্রাক উল্টে যায়। এতে এর চালক রুবেল হোসেন (৪৪) নিহত হন। এ সময় ট্রাকের চালকের সহকারী ও দুই মোটরসাইকেল আরোহী আহত হন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টাযর দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রুবেল হোসেন দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুলের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালকের সহকারী শফিকুল ইসলাম (১৮), বিরামপুর উপজেলা পলিখাপুর এলাকার নুরনবী (২৫) ও মোস্তাফিজুর রহমান (৪৮)।

চালকের সহকারী শফিকুল ইসলাম বলেন, রাতে ট্রাকবোঝাই ধানের তুষ নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিলাম। রাস্তায় ঘন কুয়াশা থাকায় একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় একটি দেয়ালের নিচে ট্রাকটি চাপা পড়ে। 

বিরামপুর ফায়ার স্টেশনের ইনচার্জ হিশিকান্ত রায় বলেন, ‘ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ফুলবাড়ী থেকে একটি উদ্ধারকারী দল এসে আমাদের কাজে যোগ দেন। দুটি দল মিলে প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ চালানো হয়। ট্রাকে চাপা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক মারা গেলেও বাকি তিন জন আহত হন।’

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার আজকের পত্রিকাকে বলেন, রাতে সড়কে ধানের তুষবোঝাযই একটি ট্রাক উল্টে চালক নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে বিরামপুর থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত