ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী মো. সাইফুল ইসলাম মনোনয়ন দাখিলের পর একই ইউনিয়নে তাঁর স্ত্রী মোছা. আকতারা পারভীন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা দুজনেই স্বতন্ত্র প্রার্থী। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০১৬ সালে মো. সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মাত্র ৩৮০ ভোটে হেরে যান। চলতি বছর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মো. সাইফুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে গত মঙ্গলবার (২ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে শেষ সময় ছিল। ওই দিনই মো. সাইফুল ইসলামের স্ত্রী মোছা. আকতারা পারভীন মনোনয়নপত্র দাখিল করেন।
তবে মো. সাইফুল ইসলামের স্ত্রী আকতারা পারভীন বলেন, `স্বামীর সহযোগিতার কারণেই আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করেছি ও দাখিল করেছি। যদি আমার স্বামীর দাখিলকৃত কাগজপত্রে কোনো কারণে বাছাইকালে সমস্যা হয়, তাহলে যেন পরিবার থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।'
উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদে সাইফুল ইসলাম সস্ত্রীক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ মণ্ডল, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের শফিকুল ইসলাম। মোট চারজন ওই ইউনিয়ন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী মো. সাইফুল ইসলাম মনোনয়ন দাখিলের পর একই ইউনিয়নে তাঁর স্ত্রী মোছা. আকতারা পারভীন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা দুজনেই স্বতন্ত্র প্রার্থী। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০১৬ সালে মো. সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মাত্র ৩৮০ ভোটে হেরে যান। চলতি বছর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মো. সাইফুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে গত মঙ্গলবার (২ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে শেষ সময় ছিল। ওই দিনই মো. সাইফুল ইসলামের স্ত্রী মোছা. আকতারা পারভীন মনোনয়নপত্র দাখিল করেন।
তবে মো. সাইফুল ইসলামের স্ত্রী আকতারা পারভীন বলেন, `স্বামীর সহযোগিতার কারণেই আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করেছি ও দাখিল করেছি। যদি আমার স্বামীর দাখিলকৃত কাগজপত্রে কোনো কারণে বাছাইকালে সমস্যা হয়, তাহলে যেন পরিবার থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।'
উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদে সাইফুল ইসলাম সস্ত্রীক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ মণ্ডল, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের শফিকুল ইসলাম। মোট চারজন ওই ইউনিয়ন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।
আত্মসমর্পণকৃত বনদস্যুরা সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৎস্যজীবীদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর প্রেস ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনে যাতায়াতকারী জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত ইসলাম দলীয়
১২ মিনিট আগেমানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২৫ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে