বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাইয়ের সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সেই সঙ্গে ছুরিকাঘাতে আহত ভ্যানচালককে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে।
আজ বুধবার পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পঞ্চায়েতপাড়া এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রাধানগর মানসিংহপুর অফিসপাড়া গ্রামের জিল্লুর রহমান (৩০) ও একই গ্রামের রায়হান আলী (২২)।
ছুরিকাঘাতে আহত ভ্যানচালক হলেন—শুকারু মণ্ডল (৫০)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বদরগঞ্জ পৌর শহর থেকে রাধানগর ঝাড়ুয়া হাট যাওয়ার জন্য ওই ভ্যানে ওঠেন অভিযুক্তরা। আমরুলবাড়ি পঞ্চায়েত পাড়ার আনুমানিক ৩০০ গজ দূরে আরও তিনজন ওই ব্যাটারিচালিত ভ্যানে উঠেই ভ্যানচালক শুকারু মণ্ডলকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে ছুরি ও দড়িসহ দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় আহত শুকারু মণ্ডলকে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’
রংপুরের বদরগঞ্জে ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাইয়ের সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সেই সঙ্গে ছুরিকাঘাতে আহত ভ্যানচালককে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে।
আজ বুধবার পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পঞ্চায়েতপাড়া এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রাধানগর মানসিংহপুর অফিসপাড়া গ্রামের জিল্লুর রহমান (৩০) ও একই গ্রামের রায়হান আলী (২২)।
ছুরিকাঘাতে আহত ভ্যানচালক হলেন—শুকারু মণ্ডল (৫০)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বদরগঞ্জ পৌর শহর থেকে রাধানগর ঝাড়ুয়া হাট যাওয়ার জন্য ওই ভ্যানে ওঠেন অভিযুক্তরা। আমরুলবাড়ি পঞ্চায়েত পাড়ার আনুমানিক ৩০০ গজ দূরে আরও তিনজন ওই ব্যাটারিচালিত ভ্যানে উঠেই ভ্যানচালক শুকারু মণ্ডলকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে ছুরি ও দড়িসহ দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় আহত শুকারু মণ্ডলকে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
৯ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
১০ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে