প্রতিবেশীর অবৈধভাবে টানা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কৃষকের

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুরের কাউনিয়ায় প্রতিবেশীর অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম রফিকুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামের মৃত উলি মাহমুদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁনঘাট গ্রামের স্থানীয় এক কৃষক জমির মাঝে সেচ পাম্প থেকে বিদ্যুতের তার টেনে বসতবাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়। সেই অবৈধ বিদ্যুতের সংযোগের তার ধানখেতে পড়ে ছিল। কৃষক রফিকুল সকালে তাঁর নিজের জমিতে ধান কাটতে যাওয়ার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ধানখেতে পড়ে থাকা রফিকুলের মরদেহ উদ্ধার করে। 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাউনিয়া জোনাল অফিসের ডিজিএম জোবায়ের আলী বসুনিয়া বলেন, বিগত সময়ে ওই কৃষকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ জরিমানা করা হয়েছিল। কিন্তু আবারও অবৈধ সংযোগ সচল করে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, চাঁনঘাট গ্রামে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত