Ajker Patrika

বেরোবি ক্যাম্পাসে যেখানে-সেখানে আবর্জনা

কে এম হিমেল আহমেদ, বেরোবি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২২: ০৮
বেরোবি ক্যাম্পাসে যেখানে-সেখানে আবর্জনা

দেশে চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারিভাবে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। এই পরিস্থিতিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে দেখা যাচ্ছে উল্টো চিত্র। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আবর্জনার ব্যবস্থাপনার বিষয়টি যথাযথ নজরদারিতে রাখত তাহলে এ ধরনের সমস্যা হতো না। এমন পরিস্থিতির সৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলা বলে মনে করছেন অনেক শিক্ষক-শিক্ষার্থী। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে সাময়িক ময়লা ফেলার ৪টি নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। কবি হেয়াত মামুদ ভবনের সংযোগ সড়কের পাশে, ক্যাফেটেরিয়া ও প্রশাসনিক ভবনের মাঝে, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ডরমিটরি এলাকায় দুই স্থানে। 

এরপরও যত্রতত্র আবর্জনা ফেলায় যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু হলের পশ্চিমে, মুখতার ইলাহী হল ও লাইব্রেরির মাঝে, একাডেমিক ভবনগুলোর পেছনে। নানাবিধ অনুষ্ঠানের খাবারের প্যাকেট-উচ্ছিষ্ট, একাডেমিক ভবন ও ল্যাবের ব্যবহৃত জিনিসপত্র, ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এসবে সৃষ্টি হচ্ছে মশা-মাছি ও কীটপতঙ্গ। ময়লা-আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানা গেছে। 

সরেজমিনে জানা গেছে, এসব ময়লা-আবর্জনার পাশ দিয়ে দুর্গন্ধ সহ্য করেই নিয়মিত যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। ময়লা নির্দিষ্ট স্থানে না ফেলায় কবি হেয়াত মামুদ ভবনের সংযোগ সড়কের পাশে ছোটখাটো পুকুরই সৃষ্টি হয়েছে ময়লার ভাগাড়। 

বেরোবি ক্যাম্পাসের একটি স্থানে ফেলা আবর্জনাএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ পাঠদানে ব্যাঘাত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো অন্য জায়গা থেকে আলাদা একটি পরিবেশ। সারা দেশে ডেঙ্গুর পরিস্থিতির কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই বিষয়টা দ্রুত সমাধান ও যথাযথ নজরদারিতে রাখা উচিত। 

মানুষের বায়ুবাহিত রোগ সাধারণত আবর্জনা থেকেই বেশি ছড়ায় বলে জানান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার এ এম এম শাহরিয়ার। তিনি বলেন, ‘এতে শ্বাসকষ্ট, পেটের সমস্যা ডায়রিয়া ও আমাশয়ের মতো রোগের জীবাণু ছড়াতে পারে সহজেই।’ 

নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা হাফিজ আল আসাদ রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘সমস্যার কথা যদি বলি কবি হেয়াত মামুদ ভবনের সামনের পয়েন্টটিতে একটু হয়ে থাকে। কারণ এই এলাকায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের পদচারণ বেশি। আমরা এই পয়েন্টটি স্থানান্তরের বিষয়ে দ্রুতই পদক্ষেপ নিব।’ 



Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত