কুড়িগ্রাম প্রতিনিধি
শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা জানিয়েছেন, পত্রিকাটি অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে।
আজ সকালে কুড়িগ্রাম শহরের টেলিভিশন সাংবাদিক ফোরাম ভবনে বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ও জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান।
অনুষ্ঠানে আব্রাহাম লিংকন বলেন, পত্রিকাটি মাত্র দুই বছর অতিক্রম করেছে। এখনো হয়তো হাঁটা শেখেনি। কিন্তু শিশু বয়সেই যে পথ অতিক্রম করেছে, তা প্রশংসার দাবিদার। পত্রিকাটির প্রাণ আছে। এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান তিনি।
জ্যেষ্ঠ সাংবাদিক সফি খানের মতে, আজকের পত্রিকার বড় বৈশিষ্ট্য হলো এটি প্রধান সংবাদগুলোতে ঘটনার ভেতরের তথ্যগুলো সুনিপুণভাবে তুলে ধরে। আবার জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের সাংবাদগুলোর চুম্বকীয় অংশগুলো এমনভাবে উপস্থাপন করে, যা পাঠককে আকৃষ্ট করে। আরেকটি বৈশিষ্ট্য হলো এর ছাপার অক্ষরগুলো তুলনামূলক বড়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দিন বলেন, পত্রিকাটি জেলা ও উপজেলা পর্যায়ের অনেক অজানা সংবাদ বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করছে। তিনি বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি ইমতে আহসান শিলু, সাংবাদিক শ্যামল ভৌমিক, বাদশা সৈকত, গোলাম মওলা সিরাজ, তুহিন জামান, জাহিদুল ইসলাম, সুজন মোহন্ত, রাশেদুল ইসলাম, ফজলুল করিম ফারাজি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি শামসুজ্জোহা সুজন, চিলমারী প্রতিনিধি মমিনুল ইসলাম প্রমুখ।
শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা জানিয়েছেন, পত্রিকাটি অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে।
আজ সকালে কুড়িগ্রাম শহরের টেলিভিশন সাংবাদিক ফোরাম ভবনে বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ও জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান।
অনুষ্ঠানে আব্রাহাম লিংকন বলেন, পত্রিকাটি মাত্র দুই বছর অতিক্রম করেছে। এখনো হয়তো হাঁটা শেখেনি। কিন্তু শিশু বয়সেই যে পথ অতিক্রম করেছে, তা প্রশংসার দাবিদার। পত্রিকাটির প্রাণ আছে। এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান তিনি।
জ্যেষ্ঠ সাংবাদিক সফি খানের মতে, আজকের পত্রিকার বড় বৈশিষ্ট্য হলো এটি প্রধান সংবাদগুলোতে ঘটনার ভেতরের তথ্যগুলো সুনিপুণভাবে তুলে ধরে। আবার জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের সাংবাদগুলোর চুম্বকীয় অংশগুলো এমনভাবে উপস্থাপন করে, যা পাঠককে আকৃষ্ট করে। আরেকটি বৈশিষ্ট্য হলো এর ছাপার অক্ষরগুলো তুলনামূলক বড়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দিন বলেন, পত্রিকাটি জেলা ও উপজেলা পর্যায়ের অনেক অজানা সংবাদ বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করছে। তিনি বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি ইমতে আহসান শিলু, সাংবাদিক শ্যামল ভৌমিক, বাদশা সৈকত, গোলাম মওলা সিরাজ, তুহিন জামান, জাহিদুল ইসলাম, সুজন মোহন্ত, রাশেদুল ইসলাম, ফজলুল করিম ফারাজি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি শামসুজ্জোহা সুজন, চিলমারী প্রতিনিধি মমিনুল ইসলাম প্রমুখ।
হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটিভর্তি তিনটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১৪ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২৪ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩৫ মিনিট আগে