কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। ঘটনার চার দিন পর অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে মামলা নথিভুক্ত করে ফুলবাড়ী থানা-পুলিশ।
মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন ও তাঁর চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে মামলার আসামি করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার তিনকোনা মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান গ্রুপ। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন প্রত্যক্ষ মদদ দেন বলে অভিযোগ ছাত্রলীগের।
সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। সংঘর্ষের পর উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে হামলা চালায় মেহেদী গ্রুপ। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করে ছাত্রলীগ।
ছাত্রলীগের নেতারা জানান, ঘটনার পর ওই রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। তবে মামলা নথিভুক্ত করতে টালবাহানা করে পুলিশ। নানা নাটকীয়তা শেষে বৃহস্পতিবার রাত ২টার দিকে মামলা নথিভুক্ত করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের ওপর হামলা হয়েছে। ঘটনার রাতেই আমি থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু যুবলীগের সাধারণ সম্পাদক মিলনের সঙ্গে অতি সখ্যের কারণে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। নানা নাটকীয়তা শেষে আবারও এজাহার সংশোধন করে গতকাল বৃহস্পতিবার রাতে মামলা রেকর্ড করা হয়। তবে আমার নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মামলা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো জবাব দিতে রাজি হননি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। ঘটনার চার দিন পর অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে মামলা নথিভুক্ত করে ফুলবাড়ী থানা-পুলিশ।
মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন ও তাঁর চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে মামলার আসামি করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার তিনকোনা মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান গ্রুপ। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন প্রত্যক্ষ মদদ দেন বলে অভিযোগ ছাত্রলীগের।
সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। সংঘর্ষের পর উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে হামলা চালায় মেহেদী গ্রুপ। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করে ছাত্রলীগ।
ছাত্রলীগের নেতারা জানান, ঘটনার পর ওই রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। তবে মামলা নথিভুক্ত করতে টালবাহানা করে পুলিশ। নানা নাটকীয়তা শেষে বৃহস্পতিবার রাত ২টার দিকে মামলা নথিভুক্ত করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের ওপর হামলা হয়েছে। ঘটনার রাতেই আমি থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু যুবলীগের সাধারণ সম্পাদক মিলনের সঙ্গে অতি সখ্যের কারণে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। নানা নাটকীয়তা শেষে আবারও এজাহার সংশোধন করে গতকাল বৃহস্পতিবার রাতে মামলা রেকর্ড করা হয়। তবে আমার নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মামলা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো জবাব দিতে রাজি হননি।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৫ ঘণ্টা আগে