সৈয়দপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ২২: ৩৩

নীলফামারীর সৈয়দপুরে লাভলী বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী পলাতক আছেন। 

আজ বুধবার দুপুরে লাভলী বেগমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাভলী খাতামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রেজেকা বেগমের দেবর সবুজ আলীর দ্বিতীয় স্ত্রী। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজুল হক। তিনি বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এতে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের স্বামী সবুজ আলী পলাতক আছেন।’ 

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, নিহত লাভলী বেগম পার্শবর্তী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দুরাকুটি ঘোপপাড়ার মোবার হোসেনের মেয়ে। তাঁর প্রথম বিয়ে হয় সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনের সঙ্গে। সেখানে প্রায় ২০ বছরের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। চার বছর আগে পাশের ডাঙাপাড়ার দুই সন্তানের বাবা সবুজ আলীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এর একপর্যায়ে তাঁরা পালিয়ে বিয়ে করেন।

লাভলীর ভাই আব্দুল জলিল বলেন, ‘সবুজের নিজের স্ত্রী থাকতেও অপকৌশলে আমার বোনের সংসার ভেঙে তাঁকে বেকায়দায় ফেলে তাঁর সঙ্গে পালিয়ে যেতে বাধ্য করেছে। আগেরপক্ষের দুই মেয়েকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে। এখন আবার বাড়িতে নিয়ে এসে বড় বউকে দিয়ে উত্ত্যক্ত করাসহ অত্যাচার শুরু করে। সবুজের পরিবারের সবাই নির্যাতন করে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’ 

লাভলীর বড় জা ইউপি সদস্য রেজেকা বেগম বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল সত্য। সতিনের সংসারে এমনটা হওয়া স্বাভাবিক। তবে তা টুকটাক কথা-কাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কখনই তা বেধড়ক মারধরের পর্যায়ে ছিল না।’ তাঁর দাবি লাভলী আত্মহত্যা করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত