ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে ছাত্রলীগের হামলা ঠাকুরগাঁওয়ের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা দিনাজপুরে যান। কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে গাড়িবহর নিয়ে নেতা-কর্মীরা দিনাজপুরে উদ্দেশে রওনা দেন।
বেলা দেড়টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা পথরোধ করে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলার শিকার হন।
গাড়িবহরে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, ‘আকস্মিক এ হামলা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। হামলাটি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও থেকে আমরা ৬০ থেকে ৭০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম।
‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে আমাদের ওপর। এতে আমাদের নেতা-কর্মীদের কারও মাথা ফেটেছে, কারও কান ফেটে রক্ত বের হয় এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হেনেছে নিক্ষেপ করা পাথর। আহতদের তালিকা করা হচ্ছে।’
পয়গাম আলী বলেন, ‘আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের দুই কর্মী ও একই উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ী বিএনপির সদস্য মুকুল হোসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুকুল। তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই করা হয়েছে।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’
বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে ছাত্রলীগের হামলা ঠাকুরগাঁওয়ের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা দিনাজপুরে যান। কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে গাড়িবহর নিয়ে নেতা-কর্মীরা দিনাজপুরে উদ্দেশে রওনা দেন।
বেলা দেড়টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা পথরোধ করে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলার শিকার হন।
গাড়িবহরে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, ‘আকস্মিক এ হামলা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। হামলাটি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও থেকে আমরা ৬০ থেকে ৭০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম।
‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে আমাদের ওপর। এতে আমাদের নেতা-কর্মীদের কারও মাথা ফেটেছে, কারও কান ফেটে রক্ত বের হয় এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হেনেছে নিক্ষেপ করা পাথর। আহতদের তালিকা করা হচ্ছে।’
পয়গাম আলী বলেন, ‘আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের দুই কর্মী ও একই উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ী বিএনপির সদস্য মুকুল হোসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুকুল। তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই করা হয়েছে।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে