রংপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯: ৫১
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯: ৫১

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বুলবুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত বুলবুল ইসলাম তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুলবুল ইসলামের তারাগঞ্জ চৌপথী এলাকায় ইলেকট্রনিকসের দোকান রয়েছে। রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের অদূরেই মহাসড়ক পার হয়ে নিউ মিষ্টিবন হোটেলের চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স চৌপথী বাসস্ট্যান্ডে এসে মহাসড়কের উল্টো পথে ঢুকে পড়ে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা বুলবুলকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। 

আলমপুর ইউনিয়নের পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, বুলবুল এলাকার ছোট ভাই। তারাগঞ্জে তাঁর মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের ব্যবসা আছে। রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। তাঁর লাশ বাসায় আনা হয়েছে। পরিবারে তাঁর স্ত্রী, ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছেলে ও এইচএসসি পাস এক মেয়ে রয়েছে। তাঁর এমন মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এটা অত্যন্ত কষ্টদায়ক। 

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম বলেন, চৌপথী এলাকায় সড়ক দুর্ঘটনায় বুলবুল নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁকে ধাক্কা দেওয়া অ্যাম্বুলেন্সটি পালিয়েছে। হাসপাতাল থেকে বুলবুলের লাশ তাঁর পরিবার নিয়ে গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত