পুকুরে ভেসে ছিল একই বাড়ির ২ শিশুর লাশ 

রংপুর প্রতিনিধি
Thumbnail image

পিঠাপিঠি বয়সের শিশু রাকিব ও (৯) ও সিয়াম (৮) দুই চাচাতো ভাই। স্কুলে যাওয়া থেকে শুরু করে খেলাধুলা, ঘোরাফেরা একই সঙ্গে। কিন্তু কে জানত দুই ভাইয়ের মৃত্যুও হবে একই সঙ্গে! গতকাল রোববার রংপুর তারাগঞ্জের হাড়িয়ারকুঠি শান্তিপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে এই দুই শিশুর। 
 
আজ সোমবার পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন। রাকিব হোসেন ওই এলাকার ফরিদ উদ্দিনের প্রথম সন্তান ও সিয়াম হোসেন ফরিদ উদ্দিনের ভাই সাদ্দাম হোসেনের প্রথম সন্তান। 
 
পুলিশের ধারণা—খেলতে গিয়ে পা পিছলে ওই দুই শিশু পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় তাঁরা পুকুরের পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 
 
পুলিশ ও এলাকাবাসী বলছে, শিশু রাকিব হোসেন ও সিয়াম হোসেন এক বছরে ছোট-বড়। গতকাল রোববার বিকেল ৩টায় খাওয়া শেষে দুজনই খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে লিটন প্রামাণিকের পুকুরে রাকিব ও সিয়ামের মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে। 
 
আজ ওই শিশুদের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে চারপাশের পরিবেশ। এ সময় শিশু সিয়ামের বাবা সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পেটের তাগিদে চারও দিকে ছোটা লাগে। তিন দিন আগে কাজে ঢাকা গেছিলাম। ঢাকাত না গেইলে আইজ ছাওয়াটাক হারানু না হয়। ছাওয়াটার মরা মুখ দেখির নাগিল না হয়। আল্লাহ আমাক এ কেমন শাস্তি দেইল!’ 
 
অন্যদিকে শিশু রাকিবকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা আঞ্জু বেগম। প্রতিবেশী স্বজনেরা তাকে ধরে তেল মালিশ করছিলেন। জ্ঞান ফিরলেই শুরু করছেন বিলাপ—‘বাবা, জাদু কোনঠে গেলু। কলিজার টুকরাটা মোক ছাড়ি গেলরে। মোর গলা ধরি অ্যালা কায় ঘুম যাইবেরে। বাবা রাকিব, আয় বাবা।’ আয়, বলে আবার মূর্ছা যাচ্ছেন। 
 
এ ঘটনার বিষয়ে হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। কোমলমতি শিশু দুটিকে হারিয়ে পরিবার দুটি নিঃস্ব। তাদের শান্তনা দেওয়ার ভাষা নেই। বর্ষা মৌসুমে সবাইকে সচেতন হতে হবে, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে।’ 
 
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাড়িয়ারকুঠির উজিয়াল শান্তিপাড়া গ্রামের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত