Ajker Patrika

দিনাজপুরে অধ্যক্ষ মোতালেব হোসেন সরকারের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি (রংপুর) দিনাজপুর
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৩: ৫৪
দিনাজপুরে অধ্যক্ষ মোতালেব হোসেন সরকারের স্মরণসভা অনুষ্ঠিত

দিনাজপুরের চিরিরবন্দর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক এজিএস মোতালেব হোসেন সরকারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দরের বাসুদেবপুরে নিজ বাসভবনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। 

রাশেদুল আলম রাসেলের সঞ্চালনায় এ আয়োজনে বক্তব্য দেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন সরকার রুবেল, নিখিল রঞ্জন রায়, মো. আবু হায়দার লিটন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহাসহ স্থানীয় ব্যক্তিরা। 

স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৬ নম্বর অমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল সরকার। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২টি এতিমখানায় পবিত্র কোরআন তিলাওয়াত ও একবেলা খাবারের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত