ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। ১২০৯ নম্বর ফেজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় গতকাল সোমবার রাত থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়। ইতিমধ্যে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার এই তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল থেকে খনির ভূ-গর্ভে ১২০৯ নম্বর ফেজের কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের পর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। ওই ফেজে মজুত শেষ হয়ে যাওয়ায় ১৪১৪ নম্বর নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য গতকাল সোমবার রাত থেকে খনির কয়লা উৎপাদন বন্ধ রাখা হয়। সূত্রমতে, বর্তমানে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিসিএমসিএলের ইয়ার্ডে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
কয়লা খনির একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ১৪১৪ ফেজ থেকে কাজ শুরু করতে দুই-আড়াই মাস সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন ফেজ ১৪১৪ থেকে কয়লা উত্তোলন চালু করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, ১৪১৪ নতুন ফেজে প্রায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন কয়লা পাওয়া যাবে।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ৫০ হাজার টন কয়লার প্রয়োজন। কিন্তু আপৎকালীন ১ লাখ ৭৫ হাজার টন মজুত রয়েছে। এ কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৫ থেকে ৫০ মেগাওয়াট উৎপাদন কমানো হয়েছে। তিনি বলেন, ১ নম্বর ইউনিটে ৮০ মেগাওয়াট থেকে কমিয়ে ৬০-৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটে ২৫০ মেগাওয়াট থেকে কমিয়ে ২২০ মেগাওয়াট উৎপাদন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বড়পুকুরিয়া কয়লা খনি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, খনির নিয়মিত কাজের অংশ হিসেবে একটি ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় প্রয়োজন হয়। এ জন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ থাকে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে নতুন ফেজে কয়লা উত্তোলন শুরু করা যাবে বলে তিনি আশা করেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। ১২০৯ নম্বর ফেজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় গতকাল সোমবার রাত থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়। ইতিমধ্যে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার এই তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল থেকে খনির ভূ-গর্ভে ১২০৯ নম্বর ফেজের কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের পর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। ওই ফেজে মজুত শেষ হয়ে যাওয়ায় ১৪১৪ নম্বর নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য গতকাল সোমবার রাত থেকে খনির কয়লা উৎপাদন বন্ধ রাখা হয়। সূত্রমতে, বর্তমানে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিসিএমসিএলের ইয়ার্ডে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
কয়লা খনির একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ১৪১৪ ফেজ থেকে কাজ শুরু করতে দুই-আড়াই মাস সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন ফেজ ১৪১৪ থেকে কয়লা উত্তোলন চালু করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, ১৪১৪ নতুন ফেজে প্রায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন কয়লা পাওয়া যাবে।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ৫০ হাজার টন কয়লার প্রয়োজন। কিন্তু আপৎকালীন ১ লাখ ৭৫ হাজার টন মজুত রয়েছে। এ কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৫ থেকে ৫০ মেগাওয়াট উৎপাদন কমানো হয়েছে। তিনি বলেন, ১ নম্বর ইউনিটে ৮০ মেগাওয়াট থেকে কমিয়ে ৬০-৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটে ২৫০ মেগাওয়াট থেকে কমিয়ে ২২০ মেগাওয়াট উৎপাদন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বড়পুকুরিয়া কয়লা খনি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, খনির নিয়মিত কাজের অংশ হিসেবে একটি ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় প্রয়োজন হয়। এ জন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ থাকে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে নতুন ফেজে কয়লা উত্তোলন শুরু করা যাবে বলে তিনি আশা করেন।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে