ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। ১২০৯ নম্বর ফেজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় গতকাল সোমবার রাত থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়। ইতিমধ্যে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার এই তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল থেকে খনির ভূ-গর্ভে ১২০৯ নম্বর ফেজের কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের পর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। ওই ফেজে মজুত শেষ হয়ে যাওয়ায় ১৪১৪ নম্বর নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য গতকাল সোমবার রাত থেকে খনির কয়লা উৎপাদন বন্ধ রাখা হয়। সূত্রমতে, বর্তমানে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিসিএমসিএলের ইয়ার্ডে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
কয়লা খনির একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ১৪১৪ ফেজ থেকে কাজ শুরু করতে দুই-আড়াই মাস সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন ফেজ ১৪১৪ থেকে কয়লা উত্তোলন চালু করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, ১৪১৪ নতুন ফেজে প্রায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন কয়লা পাওয়া যাবে।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ৫০ হাজার টন কয়লার প্রয়োজন। কিন্তু আপৎকালীন ১ লাখ ৭৫ হাজার টন মজুত রয়েছে। এ কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৫ থেকে ৫০ মেগাওয়াট উৎপাদন কমানো হয়েছে। তিনি বলেন, ১ নম্বর ইউনিটে ৮০ মেগাওয়াট থেকে কমিয়ে ৬০-৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটে ২৫০ মেগাওয়াট থেকে কমিয়ে ২২০ মেগাওয়াট উৎপাদন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বড়পুকুরিয়া কয়লা খনি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, খনির নিয়মিত কাজের অংশ হিসেবে একটি ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় প্রয়োজন হয়। এ জন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ থাকে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে নতুন ফেজে কয়লা উত্তোলন শুরু করা যাবে বলে তিনি আশা করেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। ১২০৯ নম্বর ফেজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় গতকাল সোমবার রাত থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়। ইতিমধ্যে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার এই তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল থেকে খনির ভূ-গর্ভে ১২০৯ নম্বর ফেজের কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের পর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। ওই ফেজে মজুত শেষ হয়ে যাওয়ায় ১৪১৪ নম্বর নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য গতকাল সোমবার রাত থেকে খনির কয়লা উৎপাদন বন্ধ রাখা হয়। সূত্রমতে, বর্তমানে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিসিএমসিএলের ইয়ার্ডে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
কয়লা খনির একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ১৪১৪ ফেজ থেকে কাজ শুরু করতে দুই-আড়াই মাস সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন ফেজ ১৪১৪ থেকে কয়লা উত্তোলন চালু করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, ১৪১৪ নতুন ফেজে প্রায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন কয়লা পাওয়া যাবে।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ৫০ হাজার টন কয়লার প্রয়োজন। কিন্তু আপৎকালীন ১ লাখ ৭৫ হাজার টন মজুত রয়েছে। এ কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৫ থেকে ৫০ মেগাওয়াট উৎপাদন কমানো হয়েছে। তিনি বলেন, ১ নম্বর ইউনিটে ৮০ মেগাওয়াট থেকে কমিয়ে ৬০-৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটে ২৫০ মেগাওয়াট থেকে কমিয়ে ২২০ মেগাওয়াট উৎপাদন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বড়পুকুরিয়া কয়লা খনি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, খনির নিয়মিত কাজের অংশ হিসেবে একটি ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় প্রয়োজন হয়। এ জন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ থাকে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে নতুন ফেজে কয়লা উত্তোলন শুরু করা যাবে বলে তিনি আশা করেন।
সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। আতঙ্কে অনেকে পেশা ত্যাগ করছেন। অনেকে আবার কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।
২ মিনিট আগেবড় কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল। তাতে ছেড়ে দেওয়া হলো বেসনে চুবানো বেগুন। হয়ে গেল বেগুনি। গরম তেলে ভেজে ওঠানো হয়েছে ডিম চপ, পেঁয়াজু, পাকোড়া। পাশেই তৈরি হচ্ছে কাবাব। তেল, মসলা আর মাংসের ঘ্রাণে পূর্ণ চকবাজার শাহি জামে মসজিদের সামনের গলি।
৬ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
১২ মিনিট আগেসম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
১৬ মিনিট আগে