কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হায়। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
গ্রেপ্তার হওয়া সবুজ খাদ্য বিভাগের অধীন খাদ্য পরিদর্শক পদে কর্মরত। এর আগে তিনি কুড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাকলেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হন।
বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুল আলম বলেন, ‘কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সবুজ এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। রংপুর র্যাব-১৩ তাঁকে গ্রেপ্তার করেছে। আমাদের রিকুইজিশন ছিল।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আনতে পুলিশ পাঠানো হয়েছে। তাঁকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলাচত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হায়। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
গ্রেপ্তার হওয়া সবুজ খাদ্য বিভাগের অধীন খাদ্য পরিদর্শক পদে কর্মরত। এর আগে তিনি কুড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাকলেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হন।
বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুল আলম বলেন, ‘কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সবুজ এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। রংপুর র্যাব-১৩ তাঁকে গ্রেপ্তার করেছে। আমাদের রিকুইজিশন ছিল।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আনতে পুলিশ পাঠানো হয়েছে। তাঁকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলাচত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য নীতিমালা অনুযায়ী জরিপ, গণশুনানি, প্রকল্প স্থান নির্ধারণ, প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ৩০ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় রাত নামতেই শুরু হয় পদ্মা নদীর বালু লুটের মহোৎসব। প্রতিদিন প্রায় ৫০টি খননযন্ত্র (ড্রেজার) সক্রিয় থাকে ভোর পর্যন্ত। এতে ঝুঁকির মুখে পড়েছে পদ্মা সেতু রক্ষা বাঁধসহ দুই উপজেলার ডান তীর রক্ষা বাঁধ। প্রশাসন বলছে, আটক-জরিমানা করেও অবৈধ বালু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না।
৭ ঘণ্টা আগেবৃষ্টি দেখে দুশ্চিন্তায় পড়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের আলুচাষিরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তরও বলছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। কৃষকেরা বলছেন, ভারী বৃষ্টি হলে আলুর জমির অনেক ক্ষতি হবে। আলুখেতে অতিরিক্ত পান
৭ ঘণ্টা আগেমায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
৭ ঘণ্টা আগে