Ajker Patrika

রংপুরে ৬ দিন ধরে নিখোঁজ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
নিখোঁজ আশেক আলী। ছবি: সংগৃহীত
নিখোঁজ আশেক আলী। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় আশেক আলী (৭০) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ৯ ডিসেম্বর দুপুরে পীরগাছা রেলস্টেশনের পাশে নিজের বাসা থেকে নিখোঁজ হন।

নিখোঁজের ঘটনায় তাঁর দুই ছেলে নাজমুল ও সাজু মিয়া আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় গিয়ে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।

ছোট ছেলে সাজু মিয়া জানান, বাবা কয়েক বছর আগে স্ট্রোক করেন। তখন থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। শরীরের একাংশ অকেজো হয়ে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। ঘটনার দিন দুপুরে বাবাকে খাওয়ার ও ওষুধ খাইয়ে তিনি দোকানে চলে যান। বেলা ১টার দিকে খবর পান তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন থেকে আজ পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজুল ইসলাম বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশেক আলীর নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। তাঁকে উদ্ধারে আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত