ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় কৃষিজমিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খননে এলাকাবাসী বাধা দিয়েছেন। এ সময় পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তত ৮জন আহত হন। আজ সোমবার দুপুরে বুড়ি তিস্তা ব্যারাজ এলাকায় কুঠিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
সংর্ঘষে আহতরা হলেন মমিনুর রহমান খান, লেবু, মহসিন আলী, রাজিব, নাসির হোসেন, জাকির, শ্রী বাবু ও শরিফুল ইসলাম পান্না। খবর পেয়ে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষিজমিতে জলাধার খনন নিয়ে গ্রামবাসীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বিরোধ চলে আসছে। এরই জেরে দুপুর সাড়ে ১২টার দিকে খননকাজে বাধা দেন গ্রামবাসী। কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের আটজন আহত হন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। আহতদের উদ্ধার করে প্রথমে ডোমার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জমির মালিক ও গ্রামবাসী এজাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খননকাজে আমাদের আপত্তি নেই; কিন্তু কোনো ধরনের আলোচনা করা হয়নি। ফসলের ক্ষতিপূরণ ও জমি অধিগ্রহণও করা হয়নি, আর কয়েক দিন পরই ভুট্টা কাটা হবে। সেই ভুট্টাখেতসহ বোরো ধান, আলু ও বাদামখেতের ওপর দিয়েই খননকাজ শুরু হয়েছে। তাই এলাকাবাসী বাধা দিয়েছেন।’
জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘এই এলাকায় দুই উপজেলার কয়েক শত কৃষকের আবাদি জমি, বসতবাড়ি, মসজিদ, স্কুল ও গাছপালা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এসব জমিতে চাষাবাদ ও বসবাস করছেন। ফসলি জমিতে খাল খনন শুরু করার আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। এ প্রকল্পে কোনো কিছু না মেনেই ঠিকাদার খাল খনন শুরু করেছেন। এতে কৃষকদের উঠতি ফসল নষ্ট হওয়ায় তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উচিত আলোচনা করে বিষয়টির সমাধান করা। তা না হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেন তিনি।’
এ বিষয়ে নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা সরকারি সম্পত্তি দখল করে আছেন তাঁরাই অতর্কিতে বাধা সৃষ্টি করে হামলা চালান। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।’
নীলফামারীর ডিমলায় কৃষিজমিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খননে এলাকাবাসী বাধা দিয়েছেন। এ সময় পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তত ৮জন আহত হন। আজ সোমবার দুপুরে বুড়ি তিস্তা ব্যারাজ এলাকায় কুঠিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
সংর্ঘষে আহতরা হলেন মমিনুর রহমান খান, লেবু, মহসিন আলী, রাজিব, নাসির হোসেন, জাকির, শ্রী বাবু ও শরিফুল ইসলাম পান্না। খবর পেয়ে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষিজমিতে জলাধার খনন নিয়ে গ্রামবাসীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বিরোধ চলে আসছে। এরই জেরে দুপুর সাড়ে ১২টার দিকে খননকাজে বাধা দেন গ্রামবাসী। কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের আটজন আহত হন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। আহতদের উদ্ধার করে প্রথমে ডোমার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জমির মালিক ও গ্রামবাসী এজাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খননকাজে আমাদের আপত্তি নেই; কিন্তু কোনো ধরনের আলোচনা করা হয়নি। ফসলের ক্ষতিপূরণ ও জমি অধিগ্রহণও করা হয়নি, আর কয়েক দিন পরই ভুট্টা কাটা হবে। সেই ভুট্টাখেতসহ বোরো ধান, আলু ও বাদামখেতের ওপর দিয়েই খননকাজ শুরু হয়েছে। তাই এলাকাবাসী বাধা দিয়েছেন।’
জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘এই এলাকায় দুই উপজেলার কয়েক শত কৃষকের আবাদি জমি, বসতবাড়ি, মসজিদ, স্কুল ও গাছপালা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এসব জমিতে চাষাবাদ ও বসবাস করছেন। ফসলি জমিতে খাল খনন শুরু করার আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। এ প্রকল্পে কোনো কিছু না মেনেই ঠিকাদার খাল খনন শুরু করেছেন। এতে কৃষকদের উঠতি ফসল নষ্ট হওয়ায় তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উচিত আলোচনা করে বিষয়টির সমাধান করা। তা না হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেন তিনি।’
এ বিষয়ে নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা সরকারি সম্পত্তি দখল করে আছেন তাঁরাই অতর্কিতে বাধা সৃষ্টি করে হামলা চালান। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।’
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২১ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে