Ajker Patrika

ভূমি জরিপে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৩, ২০: ২৩
ভূমি জরিপে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করে দেওয়ার নামে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম তাঁদের বরখাস্ত করেন। সাময়িক বরখাস্ত ব্যক্তিরা হলেন সরদার আমিন গুলজার রহমান, বদর আমিন সৈয়দ আবু সাইদ ও চেইনম্যান আবুল খায়ের। 

ভুক্তভোগী স্থানীয়রা জানান, ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করার নামে ওই তিন কর্মকর্তা তাঁদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেন। গতকাল রোববার রাতে ঘুষ নেওয়ার পর কাজ শেষ না করেই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের পৌর কাউন্সিলর মাহাফুজের বাড়িতে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এদিকে আজ বেলা ১১টায় সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম থানায় আটক থাকা ওই তিন কর্মকর্তাকে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে নিয়ে আসেন। পরে স্থানীয়দের করা অভিযোগে অভিযুক্ত তিন কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেন এবং সাময়িকভাবে বরখাস্ত করেন। 

এ বিষয়ে সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম বলেন, আজ স্থানীয়রা মৌখিকভাবে ওই তিন কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ করলে তাঁদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। তবে স্থানীয়রা ঘুষ নেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত