Ajker Patrika

গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম শাহ। তিনি বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।’

স্থানীয় লোকজন জানায়, পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌরাস্তা মোড়ের দিকে যাচ্ছিল। চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে রেকার গাড়িটি পৌঁছে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। এ সময় দুই রিকশাচালক আহত হয়। আহতদের মধ্য একজনের নাম আসাদুল অন্য জনের নাম এখনো জানা যায়নি।

স্থানীয় লোকজন আরও জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে রিকশাচালকসহ স্থানীয় লোকজন। এ সময় তাঁরা রেকারটিসহ সড়কে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে। পরে তাঁরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়।

রিকশাচালক ও স্থানীয়দের অভিযোগ, রেকার গাড়িটি অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেন তাঁরা।

ওসি সামছুল আলম শাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত রিকশাচালকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত