রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক মায়ের কোলে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় এক মেয়েশিশুর মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে একমাত্র ছেলে নবজাতকটি মারা যায়। বাকি দুই সন্তানের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে ওই শিশুদের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘আমার চার বাচ্চার মধ্যে দুজন মারা গেল। চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে কি না, আমার সন্দেহ। আমাদের আনন্দ এক এক করে ধূলিসাৎ হয়ে যাচ্ছে।’
মেয়েশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, ‘মূলত বাচ্চাদের ওজন কম, মাত্র ৭০০ গ্রাম। এমন বাচ্চাদের টিকিয়ে রাখা চিকিৎসকদের জন্য কঠিন কাজ। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরি বেগম আশার। দীর্ঘ আট বছরে তাঁদের কোনো সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় আদুরি বেগম গর্ভবতী হন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তাঁর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার সন্তান জন্ম নেয়। এর মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক মায়ের কোলে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় এক মেয়েশিশুর মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে একমাত্র ছেলে নবজাতকটি মারা যায়। বাকি দুই সন্তানের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে ওই শিশুদের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘আমার চার বাচ্চার মধ্যে দুজন মারা গেল। চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে কি না, আমার সন্দেহ। আমাদের আনন্দ এক এক করে ধূলিসাৎ হয়ে যাচ্ছে।’
মেয়েশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, ‘মূলত বাচ্চাদের ওজন কম, মাত্র ৭০০ গ্রাম। এমন বাচ্চাদের টিকিয়ে রাখা চিকিৎসকদের জন্য কঠিন কাজ। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরি বেগম আশার। দীর্ঘ আট বছরে তাঁদের কোনো সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় আদুরি বেগম গর্ভবতী হন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তাঁর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার সন্তান জন্ম নেয়। এর মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে