প্রতিনিধি, রংপুর সদর (রংপুর)
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পাঁচটি মেডিসিন ইউনিটে রোগী ভর্তি রয়েছে ৩১৯ জন। এসব রোগীর ৭০ ভাগেরই করোনার উপসর্গ রয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। নতুন ভর্তি হওয়া অধিকাংশ রোগীই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মেক হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে মেডিসিন বিভাগের পাঁচটি ইউনিটে মারা গেছে ৬০ জন রোগী। এদের অনেকেরই অন্যান্য রোগের সঙ্গে করোনার উপসর্গ ছিল।
দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের শুরুতেই করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁদের পরীক্ষা–নিরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি রোগীর সঙ্গেই একাধিক স্বজন রয়েছেন। যাঁরা রোগীকে ঘিরে বসে বা শুয়ে আছেন। এসব ওয়ার্ডে চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন। শুধু সার্জিক্যাল মাস্ক পরিধান করে রোগীদের খুব কাছাকাছি থেকে চিকিৎসা দিচ্ছেন তাঁরা। নার্সদের ক্ষেত্রেও একই অবস্থা। তাঁরাও ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক বলেন, এখানে যাঁরা ভর্তি হন তাঁদের আরটিপিসিআর টেস্ট করালে করোনা নেগেটিভ আসে ৪০ শতাংশ। এইচআরসিটি পরীক্ষা করালে সঠিক রিপোর্ট পাওয়া যায়। সেখানে করোনায় শনাক্ত হন। অনেকেই আবার সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে আসছেন। এ ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার সাত বা দশ দিন পরেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা।
নীলফামারীর সৈয়দপুর থেকে আসা সাবিনা ইয়াসমিন এবং গাইবান্ধার পলাশবাড়ী থেকে আসা ফিরোজা বেগম দুজনই নিজ নিজ স্বামীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তাঁরা জানান, সাত দিন ধরে স্বামী জ্বরে ভুগছেন। ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর ভালো হচ্ছে না। কী করবেন এ নিয়ে দিশেহারা তাঁরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, এখন জ্বর–সর্দি–কাশির রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এর মধ্যে কারও সিজনাল জ্বর, আবার কারও করোনা। এ ক্ষেত্রে প্রথমেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার পর যাদের করোনা পজিটিভ হচ্ছে, তাঁদের আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পাঁচটি মেডিসিন ইউনিটে রোগী ভর্তি রয়েছে ৩১৯ জন। এসব রোগীর ৭০ ভাগেরই করোনার উপসর্গ রয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। নতুন ভর্তি হওয়া অধিকাংশ রোগীই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মেক হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে মেডিসিন বিভাগের পাঁচটি ইউনিটে মারা গেছে ৬০ জন রোগী। এদের অনেকেরই অন্যান্য রোগের সঙ্গে করোনার উপসর্গ ছিল।
দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের শুরুতেই করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁদের পরীক্ষা–নিরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি রোগীর সঙ্গেই একাধিক স্বজন রয়েছেন। যাঁরা রোগীকে ঘিরে বসে বা শুয়ে আছেন। এসব ওয়ার্ডে চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন। শুধু সার্জিক্যাল মাস্ক পরিধান করে রোগীদের খুব কাছাকাছি থেকে চিকিৎসা দিচ্ছেন তাঁরা। নার্সদের ক্ষেত্রেও একই অবস্থা। তাঁরাও ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক বলেন, এখানে যাঁরা ভর্তি হন তাঁদের আরটিপিসিআর টেস্ট করালে করোনা নেগেটিভ আসে ৪০ শতাংশ। এইচআরসিটি পরীক্ষা করালে সঠিক রিপোর্ট পাওয়া যায়। সেখানে করোনায় শনাক্ত হন। অনেকেই আবার সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে আসছেন। এ ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার সাত বা দশ দিন পরেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা।
নীলফামারীর সৈয়দপুর থেকে আসা সাবিনা ইয়াসমিন এবং গাইবান্ধার পলাশবাড়ী থেকে আসা ফিরোজা বেগম দুজনই নিজ নিজ স্বামীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তাঁরা জানান, সাত দিন ধরে স্বামী জ্বরে ভুগছেন। ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর ভালো হচ্ছে না। কী করবেন এ নিয়ে দিশেহারা তাঁরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, এখন জ্বর–সর্দি–কাশির রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এর মধ্যে কারও সিজনাল জ্বর, আবার কারও করোনা। এ ক্ষেত্রে প্রথমেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার পর যাদের করোনা পজিটিভ হচ্ছে, তাঁদের আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
৯ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
১৫ মিনিট আগেমাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩ ঘণ্টা আগে