সৈয়দপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১০: ০৫
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০: ৪৭

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শামসুল হক (৫২) নামের পাটের গুদামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ।

নিহত শামসুল বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুল হক ওই সময় নিজ বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে শামসুল হককে ধাক্কা দেয়। এ সময় বাসটি তাঁকেসহ একটি দোকানঘরের ভেতরে ঢুকে পড়ে । এতে ঘটনাস্থলেই শামসুল হকের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোরশেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। তবে শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত