Ajker Patrika

লাঙ্গলের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বাণিজ্যমন্ত্রী 

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১: ৫৪
লাঙ্গলের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বাণিজ্যমন্ত্রী 

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনেক ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন। আজ রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নৌকা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬২২টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ৪১ হাজার ৬৭১ ভোট পান। এ ছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ডাব প্রতীকে ১ হাজার ১৯৫ ভোট পান। 

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর-৪ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে নৌকা প্রতীকে টিপু মুনশি সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো।

রংপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত