ভূরুঙ্গামারীতে সবজির বাজারে শীর্ষে ৫০০ টাকা কেজির ধনেপাতা 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৯: ০০
Thumbnail image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাক-সবজির বাজারে দামের প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ধনেপাতা। কাঁচা মরিচ ও আদার মধ্যে দামে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা থাকলেও ধনেপাতা তাদের পেছনে ফেলে রেকর্ড গড়েছে। ৪০০ টাকা কেজির কাঁচা মরিচ ও আদাকে ছাড়িয়ে ধনেপাতার কেজি এখন ৫০০ টাকা। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ধনেপাতার দামের ব্যবধান প্রায় ১০০ টাকা।

আজ সোমবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ধনেপাতা ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে অনেক ক্রেতাই ধনেপাতার আশপাশে ভিড়তে সাহস পাচ্ছেন না।

ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন সানোয়ার বলেন, ‘গতকাল বাজার থেকে ধনেপাতা নিয়েছিলাম। দাম দিতে গিয়ে ধনেপাতার দাম শুনে হতবাক হয়েছি। ধনেপাতার কেজি নাকি ৫০০ টাকা!’

খুচরা বিক্রেতারা বলছেন, ‘ধনেপাতা বেশি দামে কিনতে হয়। এ ছাড়া ক্রেতারা ধনেপাতা অল্প পরিমাণে কেনেন। ধনেপাতা দ্রুত পচে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই ঘাটতি পুষিয়ে নিতে নিরুপায় হয়ে একটু বেশি দামে বিক্রি করতে হয়।’

আড়তদারেরা বলছেন, বর্তমানে স্থানীয়ভাবে ধনেপাতার চাষ হচ্ছে না। দেশের বিভিন্ন স্থান থেকে ধনেপাতা আসে। ধনেপাতার ক্রয়মূল্যের সঙ্গে সামান্য লাভ যোগকরে প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা দরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত