রংপুরে ২০০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক আটক

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১৭: ০০

রংপুর মহানগরীতে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় ট্রাকটি জব্দ করাসহ চালক ফারুক হোসেনকে (৩২) আটক করা হয়। আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পরশুরাম থানা এলাকার নিয়ামত কদমতলা গঙ্গাচড়া-রংপুর সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় পাথরবোঝাই একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ ট্রাকচালককে আটক করা হয়।

আটক ফারুক হোসেন (৩২) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গনেসাম গ্রামে বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১৩ সিনিয়র সহকারি পরিচালক মাহমুদ বশির আহমেদ বলেন, এ ঘটনায় মেট্রোপলিটন পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই ট্রাকচালককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত