রংপুর-১ আসনে জাপার প্রার্থী হতে আগ্রহী ৩ জন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ২০: ১৫

রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের আংশিক) সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির তিনজন। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ না করলেও, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়নপত্র নিয়েছেন যুবসংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের ভাতিজা সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সামসুল আলমের ছেলে শাহিন আলম, ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মামুন। 

এ বিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সৎ, যোগ্য, ত্যাগী নেতা এবং মনোনয়ন পেলে জয়ী হতে পারবেন, এমন ব্যক্তিকে মনোনয়ন দেবেন। আসন্ন নির্বাচনে রংপুরের সব কটি আসন পুনরুদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত