স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, আ.লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
Thumbnail image
হামলার মামলায় গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সরকার এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খাঁজা মঈনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সুজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে এনামুল হক সরকারকে এবং এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজারামপুর ফকিরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে খাঁজা মঈনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক সরকার দিনাজপুর ফুলবাড়ী উপজেলার মৃত তফিল উদ্দিনের ছেলে। খাঁজা মঈনুদ্দিন সাবেক এমপি মরহুম মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর বাবা রুহুল আমিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্তে এনামুল হক সরকার এবং খাঁজা মঈনুদ্দিনের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত