৭২ প্রাণ যাওয়ার পর টনক নড়ল এলজিইডির, সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু

আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে ফিরে
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৯: ০৪
Thumbnail image

চার বছর আগে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদের আউলিয়া ঘাটে সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রস্তাব পাঠানো হয়েছিল। করতোয়ায় নৌকা ডুবিতে ৭২ জনের প্রাণ যাওয়ার পর টনক নড়েছে অধিদপ্তরের। চার বছর আগের সেই ফাইল খুঁজে বের করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হয়েছে সেতু নির্মাণের যাবতীয় প্রক্রিয়া।

স্থানীয়রা বলছে, প্রস্তাব পাঠানোর পরেই ঘাটে সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে এতদিন তা শেষ হয়ে চলাচল শুরু হয়ে যেত। মহালয়ার দিন স্মরণকালের ভয়াবহ নৌ-দুর্ঘটনা ঘটত না।

আজ শুক্রবার সকাল থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের জন্য খসড়া লে–আউট তৈরির কাজ শুরু করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রস্তাব পাঠানোর বিষয়টি স্বীকার করেন পঞ্চগড় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান।

শামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা এবং রেলপথমন্ত্রীর আন্তরিকতায় করতোয়া নদের আউলিয়া ঘাটে ৮০০ মিটার থেকে বাড়িয়ে ১ হাজার ১১০ মিটারের ওয়াই মডেলের একটি সেতু হবে। একনেকে অর্থছাড়, নকশা, মাটি পরীক্ষাসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। এলজিইডির ডিজাইন ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম, আবু বক্কর সিদ্দিক ও ভাস্কর কান্তি চৌধুরীসহ তাদের টিম এসেছে খসড়া লে–আউট তৈরির কাজ করতে। এটি শেষ হলেই টেন্ডার হবে নভেম্বর শেষ সময়ে। এরপর ঠিকাদার নির্বাচন হয়ে গেলেই নির্মাণকাজ শুরু হবে।’

পঞ্চগড় প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, করতোয়া নদের ওপর ১ হাজার ১১০ মিটারের ওয়াই মডেলের সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি টাকা।

এদিকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিখোঁজ ৩ জনের উদ্ধার কাজ করতে কাউকে দেখা যায়নি। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে বলে দাবি করা হলেও সেটি অঘোষিতভাবে বন্ধ রয়েছে।পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের জন্য খসড়া লে–আউট তৈরির কাজ শুরু করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা

জানতে চাইলে বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেবীগঞ্জ ও পঞ্চগড় ইউনিটের সদস্যরা ফিরে গেছেন। আমরা মাঝে মাঝে ঘাটের এলাকাগুলোতে টহল দিচ্ছি এবং উপজেলার অন্য এলাকাগুলো দেখাশোনা করছি। তা ছাড়া স্থানীয় অনেককেই মোবাইল নম্বর দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে।’

গত ২৫ সেপ্টেম্বর রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে ৭২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ জন।

এ ঘটনায় পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি গ্রামের বাসিন্দা ধীরেন চন্দ্রের জয়া রানী (৪), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন (৩২) ও দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন্দ্র নাথ বর্মনকে (৪০) নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত