Ajker Patrika

ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার পরদিনই ২ ইটভাটা ফের চালু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৫
ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার পরদিনই ২ ইটভাটা ফের চালু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার পরদিনই আবার চালু করা হয়েছে।

গত বৃহস্পতিবার ভাটা দুটিকে দেড় লাখ টাকা করে জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু গতকাল শুক্রবার থেকে আবারও চালু করা হয়েছে। 

আজ শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, পাশাপাশি অবস্থিত ভাটা দুটির চুল্লি থেকে ধোঁয়া বের হচ্ছে। ভাটার শ্রমিকেরা কাজ করছেন। পাশেই মানুষের জটলা। স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ভাটা দুটি চালু করা হয়।

ভাটা চালুর বিষয়ে জানতে চাইলে পাল্টা প্রশ্ন করে এসএবি ব্রিক্সের মালিক আব্দুল বলেন, ‘প্রশাসন বন্ধ করার পর ভাটা আবারও চালু করেছি। এতে আপনার সমস্যা কোথায়?’ 

অপর ভাটা এমএবি ব্রিক্সের মালিক আইনুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে উপজেলার রাতোর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় স্থানীয় আইনুল হকের এমএবি ব্রিক্স এবং আব্দুল আজিজের মালিকানাধীন এসএবি ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, ভাটায় খড়ি পোড়ানোসহ বিদ্যালয়ের পাশে ইটভাটা স্থাপন করার অপরাধে অর্থদণ্ডসহ ভাটা দুটির সব কার্যক্রম বন্ধ করা হয়।’

দুই ইটভাটাকে দেড় লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি ভাটা দুটির আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড়ের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ও রাণীশংকৈল থানার পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 

বন্ধ করার পরও আবার ইটভাটা চালুর বিষয়ে জানতে চাইলে ইন্দ্রজিত সাহা শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নির্দেশনা অমান্য করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত