পীরগাছায় মাইকিংয়ে ঘোষণা তরমুজের কেজি ২৫ টাকা, মিলছে না আশানুরূপ ক্রেতা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুরের পীরগাছায় মাইকিং করে মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে তরমুজ। তবুও মিলছে না আশানুরূপ ক্রেতা। আজ শনিবার পীরগাছা রেলস্টেশনের সামনে একটি ফলের দোকানে এই দৃশ্য দেখা গেছে। 

পীরগাছা উপজেলা প্রশাসন থেকে কেজি দরে তরমুজ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এরপরও ক্রেতার আশায় তরমুজ কেজি দরে বিক্রি করছেন বলে জানান ব্যবসায়ীরা। 

রেলস্টেশনের সামনে তরমুজ বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, ‘কম দামে মাল (তরমুজ) কিনে সীমিত লাভে পাইকারি দরে বিক্রি করছি। পবিত্র রমজান মাসে মানুষ যেন ইফতারে তরমুজ খেতে পারে। প্রথম দিন শুক্রবার কিছু ক্রেতা পাওয়া গেলেও আজ তেমন ক্রেতা নেই। অথচ পাশের দোকানদার ৩৫ টাকা দরে তরমুজ বিক্রির চেষ্টা করছেন। আমরা ব্যবসায়ীরা চাইলেই সিন্ডিকেট ভাঙা সম্ভব।’ 

গোলাম মোস্তফা দোকানের তরমুজ ক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘আমরা আজ ২৫ টাকা কেজিতে তরমুজ কিনতে পারছি। এটা খুবই ভালো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ এখন একটু তরমুজ খেতে পারবে।’ 

আরেক ক্রেতা মোস্তাফিজার রহমান বলেন, ‘কয়েক দিন আগেও ৬০-৭০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হয়েছে। আজ হঠাৎ মাইকিংয়ের মাধ্যমে শুনি ২৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। একটু সস্তায় পেয়ে নিজের জন্য ও আমার গরিব এক প্রতিবেশীর জন্য একটা তরমুজ কিনলাম।’ 

আরেক ক্রেতা খুরশীদ আলম বলেন, ‘বাজারে যে জিনিসের দাম বাড়ে সেটা যদি আমরা কিছুদিন খাওয়া বন্ধ করি তাহলে আজ যেমন তরমুজ ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তেমনি অন্যান্য জিনিসের দামও কমবে।’ 

পীরগাছা রেলস্টেশনের সামনে আরেক তরমুজ ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘উনি (গোলাম মোস্তফা) কম দামে মাল কিনতে পেরেছেন। এ জন্য ২৫ টাকা কেজিতে মাইকিং করে বিক্রি করছেন। কিন্তু আমার পাইকারি মাল কেনা পড়ছে ৩৫ টাকা কেজি। এখন আমাদেরকেও বাধ্য হয়ে ২৫ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। আশানুরূপ ক্রেতা পাচ্ছি না। আমার কেজিতে ১০ টাকা করে ক্ষতি হচ্ছে। এভাবে চললে আমরা পরিবার নিয়ে বাঁচব কীভাবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত