কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৫: ১৯
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৫: ৩১
প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় নছিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছিরন বেগম বগুড়া শেরপুর থানায় পোরশি গ্রামের মৃত তছির উদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, নছিরন বেগম বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। আজ সকাল ৭টার দিকে তিনি সাব্দী এলাকায় রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী চলন্ত ট্রেনের ধাক্কায় আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান।

তিনি খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। স্বজনেরা জানিয়েছেন, বয়সের ভারে ওই নারী মানসিক ভারসাম্যহীন এবং কানেও খুব কম শোনেন। ট্রেনের হুইসিল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্বজনদের।

তিনি আরও জানান, খবর পেয়ে মৃতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। তাঁরা জানান, বয়সের কারণে তিনি মানসিক ভারসাম্যহীন ও কানে কম শুনতেন। ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্বজনদের।

বৃদ্ধার স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত