Ajker Patrika

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

ছয় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে ঢোকে। এসব কাঁচা মরিচ ২০০ ডলারে আমদানি করা হচ্ছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, মেসার্স আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯ টন ৮৪০ কেজি কাঁচা মরিচ আমদানি করেছে। বর্তমানে কাঁচা মরিচ বোঝাই ট্রাকটি বন্দরের ভেতরে রয়েছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড় করা হবে।

মেসার্স আশা বাণিজ্যালয়ের মালিক বাবুল শেখ বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আজ বৃহস্পতিবার হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হলো।

এ বিষয়ে জানতে চাইলে হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ২৩ নভেম্বর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়। এরপর ছয় মাস কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।

ইউসুফ আলী আরও বলেন, হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। এ পর্যন্ত আটজন আমদানিকারক ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত