ঠাকুরগাঁওয়ে মুক্ত আকাশে ওড়ার অপেক্ষায় বিরল প্রজাতির ৮ শকুন

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩৭
Thumbnail image

বন বিভাগের ঠাকুরগাঁও রেঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার অপেক্ষায় বিরল প্রজাতির আটটি শকুন। প্রতিবছর এ উদ্যান থেকে ১৫-১৬টি করে শকুন অবমুক্ত করা হয়। আর শকুনের অস্তিত্বের রক্ষায় এ উদ্যোগ প্রকৃতিতে অপরিসীম ভূমিকা রাখছে বলে মনে করেন সচেতন মহল।

ঠাকুরগাঁও বনবিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এবার অবমুক্তির অপেক্ষায় রয়েছে আটটি শকুন। তবে এই জাতীয় উদ্যানে একটি শকুন অতিথি হয়ে রয়েছে অনেক দিন।’

জানা যায়, প্রকৃতির ঝাড়ুদার বলে পরিচিত শকুন এখন প্রায় বিলুপ্তির পথে। প্রকৃতিতে ভারসাম্য রক্ষায় ২০১৬ সালে জেলার বীরগঞ্জের বটতলী এ জাতীয় উদ্যানটি গড়ে তোলা হয়েছে শকুন উদ্ধার ও পরিচর্যাকেন্দ্র হিসেবে।

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া শকুন উদ্ধার করে আনা হয় এই কেন্দ্রে। তারপর চিকিৎসা ও পরিচর্যা করা হয়। উড়তে সক্ষম হলে এদের পায়ে বাংলাদেশ লেখা বিশেষ ট্যাগ লাগিয়ে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত