শিপুল ইসলাম ও আশরাফুল আলম আপন, রংপুর থেকে
বিএনপির গণসমাবেশের দুই দিন আগে থেকে রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সামান্য দূরত্বে যেতেও তাঁদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, অপচয় হচ্ছে সময়।
দুর্ভোগে পড়া পথচারীদের ক্ষোভের শেষ নেই। অনেকেই বলছেন, ‘নোংরা রাজনীতির’ কথা। রাজনীতির ‘মাইরপ্যাঁচে’ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এতে বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের ভোগান্তিতে ফেলতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর বেশ ক্ষুব্ধ। যদিও আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, ধর্মঘট সরকার ডাক দেয়নি। মোটর মালিক সমিতি তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দুই দিনের ধর্মঘট ডেকেছে। তাদের এই ধর্মঘট ডাকার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
নাম প্রকাশ না করার শর্তে পথচারী এক স্কুলশিক্ষক বলেন, ‘গতকাল শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ধর্মঘট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা। সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে তিনি বলেছেন, “রংপুরে ধর্মঘট ডাক দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে জানানোও হয়নি। রংপুর জেলা মোটর শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবি আদায়ের জন্য ধর্মঘট ডেকেছে। এখানে সরকারেরও কোনো হাত নেই। আমার বাড়ি রংপুরে। জানি না, সমাবেশকে বানচাল করার জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কি না। তবে পরিবহন ধর্মঘট না হলেও সমাবেশের দিন পরিবহন নিয়ে কেউ বের হতো না। কারণ মালিকেরা ক্ষতির ভয়ে পরিবহন বের করতেন না।” মসিউর রহমানের মতো এসব বক্তব্য হচ্ছে শুধু মানুষকে ধোঁকা দেওয়া। এখন মানুষ তাদের মিথ্যা রাজনীতি ও মিথ্যা মুখের বুলি বুঝতে পারে।’
বগুড়া থেকে কখনো অটোরিকশায় আবার কখনো ভ্যানে করে রংপুরে আসেন সাজ্জাদ হোসেন। তিনি যাবেন পঞ্চগড়। সেখানে তাঁর বাড়ি। একটি কাজে গত বৃহস্পতিবার সকালে বগুড়ায় গিয়েছিলেন। এর মধ্যে রংপুর রুটের বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তি পোহালে হলো তাঁকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামরাতো কোনো দল করি না। বাস বন্ধ রেখে হামাক কেন শাস্তি দেওয়া হচ্ছে?’
শাহ আলম নামের এক পথচারী ক্ষোভ প্রকাশ বলেন, ‘বিএনপির নেতা কর্মীকে শিক্ষা দিতে গিয়ে আজ আমরা সাধারণ মানুষ শিক্ষা পাচ্ছি। এই নোংরা রাজনীতি কি বন্ধ হবে না।’
রাজু আহম্মেদ নামে আরেক পথচারী বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে রিকশা অটোরিকশায় পথ চলতে হচ্ছে। এতে ১০০ টাকার ভাড়া দিতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। বাসে এক ঘণ্টার পথ এখন অটোরিকশায় যেতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। কিন্তু আজ রাজনীতির শিকার আমরা।’
সমাবেশের আগে হঠাৎ করে বাস ধর্মঘটের বিষয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু বলেন, ‘আমাদের সমাবেশে যাতে নেতা কর্মীরা আসতে না পারে সে জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ভাবছিল পরিবহন ধর্মঘট দিলে বিএনপির নেতা কর্মীরা সমাবেশে আসতে পারবে না। কিন্তু তারা কখনো ভাবেননি এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ কতটা ভোগান্তির শিকার হবেন।’
এ বিএনপি নেতা বলেন, ‘সমাবেশে যত মানুষের উপস্থিতি আশা করেছিলাম, তার চেয়েও অনেক গুন মানুষ হয়েছে। বিএনপিকে নয়, এই পরিবহন ধর্মঘট দিয়ে শুধু সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। তারা আওয়ামী লীগের মিথ্যা রাজনীতি বুঝতে পেরেছে।’
তবে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফি বলেন, ‘বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কোনো বাধা নেই। আওয়ামী লীগ চায় তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক।’ তিনি বলেন, ‘জেলা মোটর মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে, এখানে আওয়ামী লীগের কোনো হাত নেই। কিন্তু বিএনপির লোকজন নানাভাবে ষড়যন্ত্র করছে।’
হঠাৎ বাস ধর্মঘটের ডাক দেওয়ার উপলক্ষ কী জানতে চাইলে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘অবৈধ নসিমন করিমনে ভরে গেছে রংপুরের বিভিন্ন সড়ক। তাই অবৈধ যানবাহনসহ সড়কে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে দুই দিনের ডাক দেওয়া এই পরিবহন ধর্মঘট আজ শনিবার সন্ধ্যা ৬টায় হচ্ছে।’
বিএনপির গণসমাবেশের দুই দিন আগে থেকে রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সামান্য দূরত্বে যেতেও তাঁদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, অপচয় হচ্ছে সময়।
দুর্ভোগে পড়া পথচারীদের ক্ষোভের শেষ নেই। অনেকেই বলছেন, ‘নোংরা রাজনীতির’ কথা। রাজনীতির ‘মাইরপ্যাঁচে’ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এতে বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের ভোগান্তিতে ফেলতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর বেশ ক্ষুব্ধ। যদিও আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, ধর্মঘট সরকার ডাক দেয়নি। মোটর মালিক সমিতি তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দুই দিনের ধর্মঘট ডেকেছে। তাদের এই ধর্মঘট ডাকার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
নাম প্রকাশ না করার শর্তে পথচারী এক স্কুলশিক্ষক বলেন, ‘গতকাল শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ধর্মঘট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা। সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে তিনি বলেছেন, “রংপুরে ধর্মঘট ডাক দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে জানানোও হয়নি। রংপুর জেলা মোটর শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবি আদায়ের জন্য ধর্মঘট ডেকেছে। এখানে সরকারেরও কোনো হাত নেই। আমার বাড়ি রংপুরে। জানি না, সমাবেশকে বানচাল করার জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কি না। তবে পরিবহন ধর্মঘট না হলেও সমাবেশের দিন পরিবহন নিয়ে কেউ বের হতো না। কারণ মালিকেরা ক্ষতির ভয়ে পরিবহন বের করতেন না।” মসিউর রহমানের মতো এসব বক্তব্য হচ্ছে শুধু মানুষকে ধোঁকা দেওয়া। এখন মানুষ তাদের মিথ্যা রাজনীতি ও মিথ্যা মুখের বুলি বুঝতে পারে।’
বগুড়া থেকে কখনো অটোরিকশায় আবার কখনো ভ্যানে করে রংপুরে আসেন সাজ্জাদ হোসেন। তিনি যাবেন পঞ্চগড়। সেখানে তাঁর বাড়ি। একটি কাজে গত বৃহস্পতিবার সকালে বগুড়ায় গিয়েছিলেন। এর মধ্যে রংপুর রুটের বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তি পোহালে হলো তাঁকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামরাতো কোনো দল করি না। বাস বন্ধ রেখে হামাক কেন শাস্তি দেওয়া হচ্ছে?’
শাহ আলম নামের এক পথচারী ক্ষোভ প্রকাশ বলেন, ‘বিএনপির নেতা কর্মীকে শিক্ষা দিতে গিয়ে আজ আমরা সাধারণ মানুষ শিক্ষা পাচ্ছি। এই নোংরা রাজনীতি কি বন্ধ হবে না।’
রাজু আহম্মেদ নামে আরেক পথচারী বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে রিকশা অটোরিকশায় পথ চলতে হচ্ছে। এতে ১০০ টাকার ভাড়া দিতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। বাসে এক ঘণ্টার পথ এখন অটোরিকশায় যেতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। কিন্তু আজ রাজনীতির শিকার আমরা।’
সমাবেশের আগে হঠাৎ করে বাস ধর্মঘটের বিষয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু বলেন, ‘আমাদের সমাবেশে যাতে নেতা কর্মীরা আসতে না পারে সে জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ভাবছিল পরিবহন ধর্মঘট দিলে বিএনপির নেতা কর্মীরা সমাবেশে আসতে পারবে না। কিন্তু তারা কখনো ভাবেননি এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ কতটা ভোগান্তির শিকার হবেন।’
এ বিএনপি নেতা বলেন, ‘সমাবেশে যত মানুষের উপস্থিতি আশা করেছিলাম, তার চেয়েও অনেক গুন মানুষ হয়েছে। বিএনপিকে নয়, এই পরিবহন ধর্মঘট দিয়ে শুধু সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। তারা আওয়ামী লীগের মিথ্যা রাজনীতি বুঝতে পেরেছে।’
তবে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফি বলেন, ‘বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কোনো বাধা নেই। আওয়ামী লীগ চায় তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক।’ তিনি বলেন, ‘জেলা মোটর মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে, এখানে আওয়ামী লীগের কোনো হাত নেই। কিন্তু বিএনপির লোকজন নানাভাবে ষড়যন্ত্র করছে।’
হঠাৎ বাস ধর্মঘটের ডাক দেওয়ার উপলক্ষ কী জানতে চাইলে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘অবৈধ নসিমন করিমনে ভরে গেছে রংপুরের বিভিন্ন সড়ক। তাই অবৈধ যানবাহনসহ সড়কে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে দুই দিনের ডাক দেওয়া এই পরিবহন ধর্মঘট আজ শনিবার সন্ধ্যা ৬টায় হচ্ছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
২ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে