রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জেলা কর্মকর্তা (উপপরিচালক) আসবেন তাই পূর্ব ঘোষণা ছাড়াই কৃষি প্রণোদনা বিতরণ বন্ধ রাখায় ভোগান্তির শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রায় শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, প্রণোদনা দেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে তাঁদের কৃষি অফিসে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর বলা হয় আজ প্রণোদনা বিতরণ হবে না।
তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কৃষকদের ডেকে এনে হয়রানি করা ঠিক হয়নি।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর উপজেলা কৃষি অফিস চত্বরে অধিদপ্তর থেকে চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা সরিষা, গম ও ভুট্টা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
উপজেলার কৃষকেরা জানান, আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক প্রণোদনা নেওয়ার লক্ষ্যে কৃষি অফিস চত্বরে জড়ো হয়। তবে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার প্রহর গুণেও তারা প্রণোদনার পণ্য হাতে না পেয়ে ফিরে যায়। অপেক্ষা করিয়ে প্রণোদনা না পেয়ে ঘুরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
লেহেম্বা ইউনিয়নের কৃষক মো. সাজু ইসলাম, নন্দুয়ার ইউনিয়নের দুলাল ইসলাম ও ধর্মগড় ইউনিয়নের আহম্মেদ হোসেন জানান, সকাল ১০টায় স্লিপ নিয়ে এসেছেন তারা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে জানতে পারেন জেলা কর্মকর্তা আসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ ব্লকে চলে গেছেন। লোকবল সংকটের কারণে প্রণোদনা বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ধর্মগড় এলাকার কৃষক সবুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা রোপণ বাদ দিয়ে ১৫ কিলোমিটার দূর থেকে আসছিলাম কৃষি প্রণোদনা নিতে। অথচ কৃষি অফিসের অবহেলার কারণে সময়, যাতায়াত ভাড়া দুইটাই নষ্ট হলো।’
এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, হঠাৎ ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম রানীশংকৈল উপজেলায় ফসলের মাঠ পরিদর্শনে আসায় নিজ নিজ ব্লকে অবস্থান নিতে হয়েছে। এ কারণে প্রণোদনা বিতরণের কোনো লোকবল উপজেলা কৃষি অফিসে ছিল না। তাই প্রণোদনা বিতরণ করা সম্ভব হয়নি।
লেহেম্বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাশিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. স্বজল ও বাচোর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের ইউনিয়নে যেসব কৃষক এখনো প্রণোদনা পায়নি তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রণোদনা বিতরণ বন্ধ থাকবে তা তারা জানতেন না। কৃষকেরা প্রণোদনা না পেয়ে ফিরে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার প্রণোদনা বন্ধ থাকবে এমন বার্তা কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। মোবাইল ফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রণোদনা বন্ধ রেখে কোনো পরিদর্শন করা হয়নি।’
জেলা কর্মকর্তা (উপপরিচালক) আসবেন তাই পূর্ব ঘোষণা ছাড়াই কৃষি প্রণোদনা বিতরণ বন্ধ রাখায় ভোগান্তির শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রায় শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, প্রণোদনা দেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে তাঁদের কৃষি অফিসে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর বলা হয় আজ প্রণোদনা বিতরণ হবে না।
তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কৃষকদের ডেকে এনে হয়রানি করা ঠিক হয়নি।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর উপজেলা কৃষি অফিস চত্বরে অধিদপ্তর থেকে চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা সরিষা, গম ও ভুট্টা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
উপজেলার কৃষকেরা জানান, আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক প্রণোদনা নেওয়ার লক্ষ্যে কৃষি অফিস চত্বরে জড়ো হয়। তবে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার প্রহর গুণেও তারা প্রণোদনার পণ্য হাতে না পেয়ে ফিরে যায়। অপেক্ষা করিয়ে প্রণোদনা না পেয়ে ঘুরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
লেহেম্বা ইউনিয়নের কৃষক মো. সাজু ইসলাম, নন্দুয়ার ইউনিয়নের দুলাল ইসলাম ও ধর্মগড় ইউনিয়নের আহম্মেদ হোসেন জানান, সকাল ১০টায় স্লিপ নিয়ে এসেছেন তারা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে জানতে পারেন জেলা কর্মকর্তা আসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ ব্লকে চলে গেছেন। লোকবল সংকটের কারণে প্রণোদনা বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ধর্মগড় এলাকার কৃষক সবুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা রোপণ বাদ দিয়ে ১৫ কিলোমিটার দূর থেকে আসছিলাম কৃষি প্রণোদনা নিতে। অথচ কৃষি অফিসের অবহেলার কারণে সময়, যাতায়াত ভাড়া দুইটাই নষ্ট হলো।’
এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, হঠাৎ ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম রানীশংকৈল উপজেলায় ফসলের মাঠ পরিদর্শনে আসায় নিজ নিজ ব্লকে অবস্থান নিতে হয়েছে। এ কারণে প্রণোদনা বিতরণের কোনো লোকবল উপজেলা কৃষি অফিসে ছিল না। তাই প্রণোদনা বিতরণ করা সম্ভব হয়নি।
লেহেম্বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাশিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. স্বজল ও বাচোর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের ইউনিয়নে যেসব কৃষক এখনো প্রণোদনা পায়নি তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রণোদনা বিতরণ বন্ধ থাকবে তা তারা জানতেন না। কৃষকেরা প্রণোদনা না পেয়ে ফিরে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার প্রণোদনা বন্ধ থাকবে এমন বার্তা কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। মোবাইল ফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রণোদনা বন্ধ রেখে কোনো পরিদর্শন করা হয়নি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
১৪ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
১৮ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে...
২১ মিনিট আগেবড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৪ মিনিট আগে