রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার রেশ ধরে সংঘটিত তিন খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলার প্রধান আসামি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়ায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির রংপুর জোনের পুলিশ সুপার আতাউর রহমান।
পুলিশ সুপার জানান, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। বিষয়টি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মেনে নিতে পারেননি। তখন থেকেই তাঁকে হত্যা করার পরিকল্পনা শুরু করেন। নির্বাচনের দীর্ঘদিন পরে চলতি বছরের ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা করা হয়। আজিজুল ইসলাম দৌড়ে পার্শ্ববর্তী মমিন আলীর বাড়িতে আশ্রয় নিলে দুর্বৃত্তরা তাঁকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এরপর আজিজুল ইসলামের সমর্থক রেয়াজুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে জবাই করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড দুটি দেখে ফেলায় নিহত আজিজুল ইসলামের ভাতিজি ১১ বছরের শিশু মোনালিসাকে ঘটনার ৪ মাস পর হত্যা করা হয়।
পুলিশ সুপার আতাউর রহমান জানান, আসামি শফিকুল ইসলামকে রংপুর নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় বেশ কজন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শফিকুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১৩টি বল্লম, দুটি ছোড়া ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান হয়।
রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার রেশ ধরে সংঘটিত তিন খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলার প্রধান আসামি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়ায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির রংপুর জোনের পুলিশ সুপার আতাউর রহমান।
পুলিশ সুপার জানান, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। বিষয়টি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মেনে নিতে পারেননি। তখন থেকেই তাঁকে হত্যা করার পরিকল্পনা শুরু করেন। নির্বাচনের দীর্ঘদিন পরে চলতি বছরের ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা করা হয়। আজিজুল ইসলাম দৌড়ে পার্শ্ববর্তী মমিন আলীর বাড়িতে আশ্রয় নিলে দুর্বৃত্তরা তাঁকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এরপর আজিজুল ইসলামের সমর্থক রেয়াজুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে জবাই করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড দুটি দেখে ফেলায় নিহত আজিজুল ইসলামের ভাতিজি ১১ বছরের শিশু মোনালিসাকে ঘটনার ৪ মাস পর হত্যা করা হয়।
পুলিশ সুপার আতাউর রহমান জানান, আসামি শফিকুল ইসলামকে রংপুর নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় বেশ কজন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শফিকুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১৩টি বল্লম, দুটি ছোড়া ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান হয়।
রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
১০ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে সোহরাওয়ার্দী কলেজ। সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
১৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
২৯ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
৩৩ মিনিট আগে