Ajker Patrika

বিরামপুরে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

দিনাজপুরের বিরামপুরে মাছের খাবারবোঝাই ট্রাকের পেছনে আলু বোঝায় অপর ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে শাহিন (২৬) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিন জেলার পার্বতীপুর উপজেলার দূর্গাপুর গ্রামে মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর থেকে ট্রাকে করে আলু নিয়ে বরিশাল যাচ্ছিলেন। নিহতের বোনজামাই হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিরামপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তুহিন বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে সড়কে দুই ট্রাকের সংঘর্ষে আলু বোঝায় ট্রাকের চালক নিহত হয়েছেন। পরিবারের আপত্তি থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় বাসিন্দা হোসেন জানান, ‘আজ সকালে দিনাজপুর থেকে ট্রাকে করে আলু নিয়ে বরিশাল যাচ্ছিলেন শাহিন। পথে বিরামপুর উপজেলার চণ্ডীপুর এলাকায় মাছের খাবার বোঝায় আরেকটি ট্রাক একই দিকে যাচ্ছিল। এ সময় আলু বোঝায় ট্রাকটি অপর ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন শাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত