রংপুর প্রতিনিধি
শ্রাবণের আকাশ। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করছেন তাঁরা। পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যাসহ সব হত্যার প্রতিবাদে নানা স্লোগানে দিচ্ছেন শিক্ষার্থীরা।
সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে ও ৯ দফা দাবি আদায়ে আজ শনিবার বেলা ১১টায় এই বিক্ষোভ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) বিক্ষোভ চলছে। প্রেসক্লাব থেকে বড় মিছিলটি জেলা স্কুলের দিকে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছেন। তাঁরা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বাড়িয়েছে টহল।
‘আগস্ট মাসে কিসের শোক, সবার আগে বিচার হোক’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’।
বিক্ষোভে লুৎফা আখতার নামের শিক্ষার্থী বলেন, ‘পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি আমাদের বুকে ছুড়ছে। আমাদের পাখির মতো গুলি করে মারছে প্রকাশ্যে। সারা পৃথিবী তা দেখছে। কিন্তু পুলিশ উল্টো মিথ্যে মামলা করছে। শিক্ষার্থীদের কারাগারে দিচ্ছি। এমন দেশ, এমন বাহিনী তো আমরা চাইনি। তাই মাঠে নেমেছি। গুলি কত আছে, চালান আমাদের বুকে। এই বৃষ্টিতে রক্তের বন্যা বয়ে যাক দেশে। তবু ন্যায় প্রতিষ্ঠা হোক।’
আরেক শিক্ষার্থী আফরিন জাহান বলেন, ‘আমাদের অন্ধ করবেন না। আমাদের অন্ধ করলে দেশ চলবে না। বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাবে। কোনো আপস নয়, সংগ্রামেই সমাধান হবে।’
রুবেল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘স্কুলে স্যারেরা যখন জিজ্ঞেস করতেন আমার স্বপ্ন কী? তখন গর্ব করে বলতাম পুলিশ হব। সেই স্বপ্ন এখন ঘৃণায় পরিণত হয়েছে। পুলিশ দেখলে বমি আসে। আজ ঝড়বৃষ্টি মাথায় নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমার ভাইদের হত্যার বিচার চাইতে। হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
আঞ্জুমান আরা বেগম নামের এক অভিভাবক বলেন, ‘গুলি করে ছাত্র মারছে পুলিশ, তা টেলিভিশনে লাইভ দেখা যাচ্ছে। তার পরও পুলিশ উল্টো কথা বলছে। সকাল থেকে মেয়ে আন্দোলনে আসার জন্য ব্যতিব্যস্ত। তাই দাবি আদায়ে মেয়ের সঙ্গে আমিও এসেছি, আমার সন্তানদের হত্যার বিচার চাইতে।’
শ্রাবণের আকাশ। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করছেন তাঁরা। পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যাসহ সব হত্যার প্রতিবাদে নানা স্লোগানে দিচ্ছেন শিক্ষার্থীরা।
সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে ও ৯ দফা দাবি আদায়ে আজ শনিবার বেলা ১১টায় এই বিক্ষোভ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) বিক্ষোভ চলছে। প্রেসক্লাব থেকে বড় মিছিলটি জেলা স্কুলের দিকে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছেন। তাঁরা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বাড়িয়েছে টহল।
‘আগস্ট মাসে কিসের শোক, সবার আগে বিচার হোক’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’।
বিক্ষোভে লুৎফা আখতার নামের শিক্ষার্থী বলেন, ‘পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি আমাদের বুকে ছুড়ছে। আমাদের পাখির মতো গুলি করে মারছে প্রকাশ্যে। সারা পৃথিবী তা দেখছে। কিন্তু পুলিশ উল্টো মিথ্যে মামলা করছে। শিক্ষার্থীদের কারাগারে দিচ্ছি। এমন দেশ, এমন বাহিনী তো আমরা চাইনি। তাই মাঠে নেমেছি। গুলি কত আছে, চালান আমাদের বুকে। এই বৃষ্টিতে রক্তের বন্যা বয়ে যাক দেশে। তবু ন্যায় প্রতিষ্ঠা হোক।’
আরেক শিক্ষার্থী আফরিন জাহান বলেন, ‘আমাদের অন্ধ করবেন না। আমাদের অন্ধ করলে দেশ চলবে না। বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাবে। কোনো আপস নয়, সংগ্রামেই সমাধান হবে।’
রুবেল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘স্কুলে স্যারেরা যখন জিজ্ঞেস করতেন আমার স্বপ্ন কী? তখন গর্ব করে বলতাম পুলিশ হব। সেই স্বপ্ন এখন ঘৃণায় পরিণত হয়েছে। পুলিশ দেখলে বমি আসে। আজ ঝড়বৃষ্টি মাথায় নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমার ভাইদের হত্যার বিচার চাইতে। হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
আঞ্জুমান আরা বেগম নামের এক অভিভাবক বলেন, ‘গুলি করে ছাত্র মারছে পুলিশ, তা টেলিভিশনে লাইভ দেখা যাচ্ছে। তার পরও পুলিশ উল্টো কথা বলছে। সকাল থেকে মেয়ে আন্দোলনে আসার জন্য ব্যতিব্যস্ত। তাই দাবি আদায়ে মেয়ের সঙ্গে আমিও এসেছি, আমার সন্তানদের হত্যার বিচার চাইতে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে