৪ দফা দাবিতে খানসামায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৫: ৩৯
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৫: ৪৩

চার দফা দাবি বাস্তবায়ন, দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতন এবং বাড়ি ও মন্দির ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার উপজেলার পাকেরহাট চরণকালী মন্দির থেকে বিক্ষোভ শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। 

 ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ, স্বস্তিতে বাঁচতে চাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে অবস্থান কর্মসূচিতে উত্তাল সনাতন ধর্মের মানুষের উদ্দেশে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আজিজার রহমান, রাশেদ মিলন, চঞ্চল রায়, মিঠুন দেব প্রমুখ বক্তব্য দেন। বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা-প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত