বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর বাজারে আমদানি করা পেঁয়াজ আসায় কমেছে দাম। এক দিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা।
গতকাল সোমবার বিরামপুরের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।
বিরামপুর শহরের হাট ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজের প্রভাবে ১০০ টাকা কেজি দরের দেশি জাতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী দামে ক্রেতারা স্বস্তির নিশ্বাস ফেলছেন।
হাটে পাইকারি বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘দুই দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮২ টাকা দরে কিনেছি। আমদানি করা পেঁয়াজের প্রভাবে বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের ভয়ে কম দাম ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
বিরামপুরের খুচরা বাজারে পেঁয়াজ নিতে আসা জাহিদুল বলেন, ‘দুই দিন আগেও ৯০-১০০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আমদানি করা ভারতীয় পেঁয়াজ হাটে আসায় দর কমেছে। আজ ৬০ টাকা দরে পেঁয়াজ কিনলাম।’
বিরামপুর গো-হাট ইজারাদার মাহফুজুর রহমান হাটে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি আরও ৪-৫ টাকা কমে এসেছে।
দিনাজপুরের বিরামপুর বাজারে আমদানি করা পেঁয়াজ আসায় কমেছে দাম। এক দিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা।
গতকাল সোমবার বিরামপুরের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।
বিরামপুর শহরের হাট ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজের প্রভাবে ১০০ টাকা কেজি দরের দেশি জাতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী দামে ক্রেতারা স্বস্তির নিশ্বাস ফেলছেন।
হাটে পাইকারি বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘দুই দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮২ টাকা দরে কিনেছি। আমদানি করা পেঁয়াজের প্রভাবে বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের ভয়ে কম দাম ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
বিরামপুরের খুচরা বাজারে পেঁয়াজ নিতে আসা জাহিদুল বলেন, ‘দুই দিন আগেও ৯০-১০০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আমদানি করা ভারতীয় পেঁয়াজ হাটে আসায় দর কমেছে। আজ ৬০ টাকা দরে পেঁয়াজ কিনলাম।’
বিরামপুর গো-হাট ইজারাদার মাহফুজুর রহমান হাটে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি আরও ৪-৫ টাকা কমে এসেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএস আই এস নামের পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
৫ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগরে বালু-পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষেতুপাড়া গ্রামের মৃত লোয়াই প্রামাণিকের ছেলে আমিরুল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
৩২ মিনিট আগেলক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ (৭০) আর নেই। গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১ ঘণ্টা আগে