ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর রেল ক্রসিংয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত আরিফুল ইসলাম (১৮) ট্রাকচালকের সহকারী ছিলেন। ট্রাকচালক মাহাবুব হোসেন (৩০) গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।
পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত মাহাবুব হোসেন একই এলাকার শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট (রেলগেট) অতিক্রম করছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি।
ওসি ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই রুটে রাতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
দিনাজপুরের বিরামপুর রেল ক্রসিংয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত আরিফুল ইসলাম (১৮) ট্রাকচালকের সহকারী ছিলেন। ট্রাকচালক মাহাবুব হোসেন (৩০) গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।
পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত মাহাবুব হোসেন একই এলাকার শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট (রেলগেট) অতিক্রম করছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি।
ওসি ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই রুটে রাতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। আজ শুক্রবার কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন...
৭ মিনিট আগেচুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেল বোমার মতো বস্তু। এর আগে ফেব্রুয়ারি মাসেও দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল এলাকাসহ পৌর এলাকা থেকে ১৩টি ককটেল বা হাতবোমা উদ্ধার করা হয়। ওই ঘটনার এক মাসের ব্যবধানে আজ শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডি সাত মসজিদ রোডে ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হয়।
১৮ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় মহাসড়কে অজ্ঞাতনামা যানবাহনের চাপায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ জানিয়
২৭ মিনিট আগে