উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে গরু চুরি করতে গিয়ে পালানোর সময় চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি এলাকাবাসীর হাতে ধরা পরেন বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁর নিজের গ্রাম পূর্ব শিববাড়িতে (পাখিমারটারী) এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত চাঁন মিয়া উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
এলাকাবাসী বলছে, চাঁন মিয়া একই গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়িতে গরু চুরি করতে গোয়াল ঘরে ঢোকে। ওই বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী ওই ডাক চিৎকারে এগিয়ে গিয়ে চোরদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তাঁর সঙ্গে থাকা তিনজন পালানোর সুযোগ পেলেও চাঁন মিয়া পা পিছলে ধানখেতে পরে যান। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে ধানখেত থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কাঁচা রাস্তার পার্শ্বে রেখে ৯৯৯ এ কল দিয়ে থানা–পুলিশকে জানায়। থান–পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাঈদুল ইসলাম বলেন, ‘চাঁন মিয়া নামের ওই ব্যক্তিকে রোববার সকালে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
মৃত চান মিয়াকে মারধর দেওয়া হয়েছে কিনা এ বিষয়টি এলাকাবাসীসহ কেউ স্বীকার করেনি।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কুড়িগ্রামের উলিপুরে গরু চুরি করতে গিয়ে পালানোর সময় চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি এলাকাবাসীর হাতে ধরা পরেন বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁর নিজের গ্রাম পূর্ব শিববাড়িতে (পাখিমারটারী) এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত চাঁন মিয়া উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
এলাকাবাসী বলছে, চাঁন মিয়া একই গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়িতে গরু চুরি করতে গোয়াল ঘরে ঢোকে। ওই বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী ওই ডাক চিৎকারে এগিয়ে গিয়ে চোরদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তাঁর সঙ্গে থাকা তিনজন পালানোর সুযোগ পেলেও চাঁন মিয়া পা পিছলে ধানখেতে পরে যান। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে ধানখেত থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কাঁচা রাস্তার পার্শ্বে রেখে ৯৯৯ এ কল দিয়ে থানা–পুলিশকে জানায়। থান–পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাঈদুল ইসলাম বলেন, ‘চাঁন মিয়া নামের ওই ব্যক্তিকে রোববার সকালে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
মৃত চান মিয়াকে মারধর দেওয়া হয়েছে কিনা এ বিষয়টি এলাকাবাসীসহ কেউ স্বীকার করেনি।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
৬ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
৭ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে