`দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সরকার জনগণের ওপর নিপীড়ন ও দমনমূলক আচরণ করছে'

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের ওপর দমন ও নিপীড়ন মূলক আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

ফখরুল বলেন, এই সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে, তাদের পকেট ভারী করার জন্য। এতে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে একটি অরাজকতা পরিবেশ তৈরি করছে। 

বিএনপির মহাসচিব বলেন, `যে সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, পার্লামেন্টে জবাবদিহি করে না, নিজেদের খুশি মতো যা ইচ্ছা করার করে, সে সরকারের কাছে জনগণের কি মূল্য থাকতে পারে। আমরা জানি যে এলপিজি গ্যাস কারা আমদানি করে, ফুয়েল কারা আমদানি করে। সবকিছু মিলে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।' 

টিসিবির পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন বাড়ানো হলো বলে অভিযোগ করে ফখরুল বলেন, `টিসিবির পণ্য তো সাধারণ মানুষের জন্য। এটার দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন করা হচ্ছে। বিদ্যুৎ এর দাম প্রতি বছর বৃদ্ধি করে আজকে মানুষের অবস্থা প্রায় শেষ করে দিয়েছে। ট্রাক শ্রমিকদের কর্মসূচিকে আমরা সমর্থন করি। আর আমরা কোনো কর্মসূচি দিব কি না তা ঢাকায় গিয়ে জানাতে পারব।' 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা। পরে মির্জা ফখরুল ঢাকার উদ্দেশ্য সৈয়দপুর বিমান বন্দরের পথে রওনা হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত