Ajker Patrika

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের পর বেরোবি ক্যাম্পাসে এল বিদ্যুৎ

বেরোবি প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১২: ১০
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের পর বেরোবি ক্যাম্পাসে এল বিদ্যুৎ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের একপর্যায়ে বিদ্যুতের সংযোগ চালু হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনে মহাসড়ক অবরোধ থাকে। এ সময় রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। পরে পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের কথা শুনে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

আন্দোলনের সময় শিক্ষার্থীরা দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। 

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হলে আবাসিক হলসহ পুরো ক্যাম্পাস বিদ্যুৎহীন হয়ে পড়ে। দিন গড়িয়ে রাত এলেও বিদ্যুৎ আসেনি। কিন্তু সন্ধ্যার পরপরই ক্যাম্পাস-সংলগ্ন ক্যাডেট কলেজ, সরদারপাড়া ও চকবাজার এলাকায় বিদ্যুৎ চলে আসে। তখন রাত সাড়ে ১০টায় আবাসিক হলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হল থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকসংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। 

রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ফাইনাল পরীক্ষা চলছে। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ নেই। বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেছি। রাস্তায় নামার পর ক্যাম্পাসে বিদ্যুৎ আসছে।’

মাসুদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সমস্যা কেউ দেখে না। দুপুর থেকে বিদ্যুৎ নাই। পড়াশোনা করতে পারছি না। আন্দোলন করছি, তবু হল প্রভোস্ট আমাদের কথা শুনতে আসেননি, সমাধান করেননি।’ 

শিক্ষার্থীদের সমস্যা ও আন্দোলনের বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা কল রিসিভ করেনি।

এ বিষয়ে তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, দুপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের থ্রেট ফেল করেছিল। বিদ্যুৎ চলে এলে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরানো  হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত