Ajker Patrika

মসজিদ থেকে বের হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮: ০০
মসজিদ থেকে বের হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 

মসজিদ থেকে বের হওয়ার পর গাইবান্ধার সাঘাটায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ সোমবার উপজেলার ভরতখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম বাদল উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুল তারী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক উজ্জ্বল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বাদল একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করেন। আমরা দুজনই একসঙ্গে চা খেলাম। বাদল বলে গেল নামাজ পড়ে আসছি। বোনারপাড়া বাজারের পূর্ব শিমুল তারী জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে যান। ১৫ মিনিট পরই দেখি তাঁকে পুলিশ পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। দৌড়ে মসজিদের সামনে গিয়ে মুসলিমদের কাছে শুনি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পিকআপ তুলে নেয়।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ পুলিশকে খবর দিচ্ছে যে বাদল নামাজে গেল অমুক মসজিদে। পুলিশ আশপাশেই ছিল। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে তারা গ্রেপ্তার করে।’

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত