প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)
সারা দেশের মতো গত রোববার থেকে স্কুল-কলেজ খুলেছে। কিন্তু রংপুরের কাউনিয়ায় মেনাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এখনো বন্ধ। বিদ্যালয় মাঠে রাখা হয়েছে সড়ক নির্মাণের সামগ্রী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নে সাধু কুঠিরঘাট গ্রামে ২০০০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের ভর্তি বহি অনুযায়ী চলতি বছর ১১৯ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। ষষ্ঠ শ্রেণিতে ৬২ জন, সপ্তম শ্রেণিতে ৬১ জন ও অষ্টম শ্রেণিতে অর্থাৎ জেএসসি পরীক্ষার্থী ৩২ জন। এর মধ্যে ২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পায়।
সরেজমিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কার্যালয় ও সাতটি শ্রেণিকক্ষই বন্ধ। একজন শিক্ষার্থীকেও দেখা যায়নি। সব কক্ষের দরজায় তালা ঝুলছে, জানালাও বন্ধ। বিদ্যালয় মাঠে রাখা হয়েছে সড়ক নির্মাণের বিটুমিনের বেশ কিছু ড্রাম ও পাথর। স্থানীয়রা গবাদিপশু মাঠে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছেন।
মেনাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, গত রোববার থেকে স্কুল খোলা রয়েছে। প্রথম দিন ১০ থেকে ১২ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল। সোমবার শিক্ষকেরা সবাই এসেছিলেন, কিন্তু একজনও শিক্ষার্থী উপস্থিত হয়নি। আজ তিনি অসুস্থ থাকার কারণে কিছুটা ব্যত্যয় হয়েছে। এ ছাড়া শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক ছাত্রছাত্রী বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহমুদ জানান, সব স্কুল খোলা থাকার কথা। আপনার মাধ্যমে স্কুল বন্ধের বিষয়টি জানতে পারলাম। তিনি বলেন, নন এমপিও ভুক্ত বেশ কিছু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কিছুটা সমস্যা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। মেনাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়টি দেখা হচ্ছে।
সারা দেশের মতো গত রোববার থেকে স্কুল-কলেজ খুলেছে। কিন্তু রংপুরের কাউনিয়ায় মেনাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এখনো বন্ধ। বিদ্যালয় মাঠে রাখা হয়েছে সড়ক নির্মাণের সামগ্রী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নে সাধু কুঠিরঘাট গ্রামে ২০০০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের ভর্তি বহি অনুযায়ী চলতি বছর ১১৯ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। ষষ্ঠ শ্রেণিতে ৬২ জন, সপ্তম শ্রেণিতে ৬১ জন ও অষ্টম শ্রেণিতে অর্থাৎ জেএসসি পরীক্ষার্থী ৩২ জন। এর মধ্যে ২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পায়।
সরেজমিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কার্যালয় ও সাতটি শ্রেণিকক্ষই বন্ধ। একজন শিক্ষার্থীকেও দেখা যায়নি। সব কক্ষের দরজায় তালা ঝুলছে, জানালাও বন্ধ। বিদ্যালয় মাঠে রাখা হয়েছে সড়ক নির্মাণের বিটুমিনের বেশ কিছু ড্রাম ও পাথর। স্থানীয়রা গবাদিপশু মাঠে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছেন।
মেনাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, গত রোববার থেকে স্কুল খোলা রয়েছে। প্রথম দিন ১০ থেকে ১২ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল। সোমবার শিক্ষকেরা সবাই এসেছিলেন, কিন্তু একজনও শিক্ষার্থী উপস্থিত হয়নি। আজ তিনি অসুস্থ থাকার কারণে কিছুটা ব্যত্যয় হয়েছে। এ ছাড়া শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক ছাত্রছাত্রী বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহমুদ জানান, সব স্কুল খোলা থাকার কথা। আপনার মাধ্যমে স্কুল বন্ধের বিষয়টি জানতে পারলাম। তিনি বলেন, নন এমপিও ভুক্ত বেশ কিছু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কিছুটা সমস্যা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। মেনাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়টি দেখা হচ্ছে।
শিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে ডিআইএ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি কর
১ ঘণ্টা আগেনেত্রকোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
২ ঘণ্টা আগেঅংশগ্রহণকারীদের উদ্দেশে আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে মিথস্ক্রিয়ায় আপনারা সন্তুষ্ট কি না তা আমাদের নির্ভয়ে বলবেন। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত আপনাদের প্রস্তাবিত সুপারিশগুলোর ওপর ভিত্তি করে আমরা সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে চাই। কমিশনের উদ্দেশ্য হলো সরাসরি মাঠপর্যায় থেকে জ
২ ঘণ্টা আগে