Ajker Patrika

রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
পীরগাছায় মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা
পীরগাছায় মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই, রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় কেউ যুক্ত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’

আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নতুন এই বাংলাদেশ গঠনে যারা নিহত-আহত হয়েছেন, আমরা যেন তাঁদের ভুলে না যাই। তাঁদের স্মরণে রাখতে হবে। এসব পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে যে এলাকাভিত্তিক বৈষম্য রয়েছে, তা নিরসনে আমরা কাজ করছি। ফ্যাসিষ্ট সরকারের সময় গোপালগঞ্জসহ বিশেষ কিছু জেলায় উন্নয়ন হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করে যাব।’

উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ছাত্র সমন্বয়কের পক্ষে সামছুর রহমান সুমন, শহীদ মামুন মিয়ার বাবা আজগার আলী, শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, শহীদ সাইফুলের স্ত্রী রানী বেগম প্রমুখ।

পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তিস্তা নদীর ওপর উলিপুর-পীরগাছার মধ্যে ব্রিজ নির্মাণের জন্য পানিয়ালের ঘাট পরিদর্শন করেন। এ ছাড়া তিনি পীরগাছা উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত