শিপুল ইসলাম, রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিলের ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জ ও/এ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৪৪৩, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রে ৪৩৬ এবং তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৮৫ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত ১৬ মার্চ এসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। শেষ হবে আজ ২০ মার্চ।
গত সোমবার তারাগঞ্জ ও/এ সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের পদার্থ ও জীববিজ্ঞান এবং মানবিক বিভাগের কৃষি শিক্ষা বিষয়ের ওপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানে কথা হলে অন্তত ১০ জন শিক্ষার্থী জানায়, প্রতি বিষয়ে ২০০ টাকা আদায় করা হচ্ছে। যারা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের নম্বর কম, ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। অনেকে বন্ধুদের কাছে ধারদেনা করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে ২০০ টাকা করে জমা দিচ্ছে।
ওই কেন্দ্রের দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী এক শিক্ষক বলেন, ‘ভাই, টাকা আমরাও বাচ্চাদের কাছ থেকে নিতে চাই না। অনেক বিষয় থাকে, তাই বাধ্য হয়ে নিতে হয়।’
জানতে চাইলে তারাগঞ্জ ও/এ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব মুসা সরকার মোবাইল ফোনে বলেন, ‘আমি শিক্ষার্থীদের কাছে টাকা না নেওয়ার নির্দেশনা দিয়েছি। যে টাকা নেবে, তাকেই এর দায় নিতে হবে। আমরা কোনো টাকার ভাগ নেই না।’
এ ছাড়া তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ ও তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রেও একই অভিযোগ পাওয়া গেছে। এ দুই কেন্দ্রে অন্তত ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াসমিন বলেন, ‘পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। এখন পর্যন্ত এমন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিলের ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জ ও/এ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৪৪৩, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রে ৪৩৬ এবং তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৮৫ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত ১৬ মার্চ এসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। শেষ হবে আজ ২০ মার্চ।
গত সোমবার তারাগঞ্জ ও/এ সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের পদার্থ ও জীববিজ্ঞান এবং মানবিক বিভাগের কৃষি শিক্ষা বিষয়ের ওপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানে কথা হলে অন্তত ১০ জন শিক্ষার্থী জানায়, প্রতি বিষয়ে ২০০ টাকা আদায় করা হচ্ছে। যারা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের নম্বর কম, ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। অনেকে বন্ধুদের কাছে ধারদেনা করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে ২০০ টাকা করে জমা দিচ্ছে।
ওই কেন্দ্রের দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী এক শিক্ষক বলেন, ‘ভাই, টাকা আমরাও বাচ্চাদের কাছ থেকে নিতে চাই না। অনেক বিষয় থাকে, তাই বাধ্য হয়ে নিতে হয়।’
জানতে চাইলে তারাগঞ্জ ও/এ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব মুসা সরকার মোবাইল ফোনে বলেন, ‘আমি শিক্ষার্থীদের কাছে টাকা না নেওয়ার নির্দেশনা দিয়েছি। যে টাকা নেবে, তাকেই এর দায় নিতে হবে। আমরা কোনো টাকার ভাগ নেই না।’
এ ছাড়া তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ ও তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রেও একই অভিযোগ পাওয়া গেছে। এ দুই কেন্দ্রে অন্তত ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াসমিন বলেন, ‘পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। এখন পর্যন্ত এমন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
৮৮২ কোটি টাকা ব্যয়ে ১০৬ কিলোমিটার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ (সওজ)। চার বছর যেতে না যেতেই সড়কটির বিভিন্ন স্থান দেবে গিয়ে সৃষ্টি হয়েছে উঁচু-নিচু ঢেউ। যেন রীতিমতো জমির আলপথের মতো অবস্থা। এতে সড়কটি দিয়ে যাহনবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
১ ঘণ্টা আগেঅনিয়ম যেন পিছু ছাড়ছে না ঢাকা ওয়াসার গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে। কমবেশি ৩ হাজার ৯৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখনো চলমান। মূল প্রকল্পের আওতায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার পানি সরবরাহের পাইপ কিনে বসানো হয়েছিল আগেই। এ পাইপ কেনাকাটায় উঠেছে অনিয়মের অভিযোগ। চীনের একটি আদালতে সংশ্লিষ্টদের ম
২ ঘণ্টা আগেখুলনা জেলায় তিন ফসলি উর্বর জমির প্রায় ৫১০ হেক্টরে চাষাবাদ হয় নানা জাতের শস্য। এসবের মধ্যে ধান, গম, আখ, সরিষা, তিল, ভুট্টা, তরমুজ, বাঙ্গি, ঢেঁড়স এবং বিভিন্ন সবজি অন্যতম। তবে চাষিদের বড় দুঃখের কারণ আঠারোবাঁকি নদী। অবৈধ ইটভাটার দাপটে এই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তার প্রভাব পড়ছে শ্রীরামপুর
৩ ঘণ্টা আগেসিলেটে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) মো. জাহাঙ্গীর আলমের দাপটে তাঁর স্ত্রী ফেঞ্চুগঞ্জ সদর ক্লিনিকের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) জোহরা বেগমও বেপরোয়া। সব অনিয়মই তাঁর কাছে নিয়ম। এ রকম আরও অভিযোগ পাওয়া গেছে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর কাছ থেকে।
৩ ঘণ্টা আগে