Ajker Patrika

ট্রেনের ছাদে সেলফি, চাকায় কাটা পড়ে কিশোরের মৃত্যু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২১: ৪১
ট্রেনের ছাদে সেলফি, চাকায় কাটা পড়ে কিশোরের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে ট্রেনের ছাদে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে এক তরুণ কাটা পড়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বদরগঞ্জ পৌর শহরের ১৩ নম্বর রেল ঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. তাব্বাসুম বিনতা তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটির বয়স আনুমানি ১৬ থেকে ১৭ বছর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনের ছাদের ওপর ছিলেন পাঁচ-সাতজন তরুণ। তাঁরা চলন্ত ট্রেনের ছাদে হইহুল্লোড় করছিলেন। এ সময় মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে একটি ছেলে। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাব্বাসুম বিনতা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তরুণের বাম হাত কাটা পড়ে। হাসপাতাল পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত