Ajker Patrika

নীলফামারীতে জাল ভোট দিতে এসে আটক ৩ কিশোর

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ১৭: ১৪
নীলফামারীতে জাল ভোট দিতে এসে আটক ৩ কিশোর

নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভোট দিতে আসা তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রিসাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গনেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রহিম মিয়া। তিনি বলেন, ‘জাল ভোট দিতে আসা তিনজনকে আটক করা হয়েছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপেক্ষা করছি, উনি এসে সিদ্ধান্ত নেবেন।’

আটকরা গ্রাড়াগ্রাম গনেশ বাজার এলাকার বাসিন্দা। তারা তিনজনই অপ্রাপ্তবয়স্ক।

কেন্দ্রসংশ্লিষ্টরা জানান, আটক তিনজন দুপুরের দিকে ভুয়া কুপন নিয়ে অন্যজনের ভোট দিতে আসে। এ সময়ে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসারের সন্দেহ হলে তাদের নাম এবং ছবির সঙ্গে মিল না পাওয়ায় তাদের আটক করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত