ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বারযাত্রীর নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাজে ফুলছড়ি নামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায়। এরপর বরযাত্রী নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি হয়। এ সময় বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়।
নদের ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বারযাত্রীর নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাজে ফুলছড়ি নামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায়। এরপর বরযাত্রী নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি হয়। এ সময় বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়।
নদের ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৩০ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে